আইন- আদালতদেশব্যাপীশিরোনামসব খবরসর্বশেষ

কেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে ভাসমান দু’টি লাশ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে একই দিনে বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় দু’টি লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

গতকাল শুক্রবার সকাল আটটায় জিনজিরা ফেরিঘাট এলাকায় বড়িগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) বস্ত্রহীন লাশ উদ্ধার করে বরিশুর নৌ-পুলিশ।

বরিশুর নৌ পুলিশের এসআই শাহজাহান জানান, ট্রিপল নাইন এর মাধ্যমে এলাকাবাসী মডেল থানায় খবর দিলে মডেল থানা থেকে আমাদেরকে অবহিত করা হয়।

খবর পেয়ে আমরা দ্রত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরন করেছি।

নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে আজ (গতকাল )শুক্রবার দুপুর ১২টার দিকে পাগলা নৌ-পুলিশ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়ন বরাবর বুড়িগঙ্গা নদী থেকে কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায়

দেওয়ান ফেরদৌস জামান (১৭) নামের এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করে।

নড়াইলে অক্সিজেন সেবা দিচ্ছে ‘লোকমান হোসেন ফাউন্ডেশন’

নিহত ফেরদৌস টাঙ্গাইলের মির্জাপুর থানার আগসাওলা গ্রামের দেওয়ান নজরুল ইসলামের ছেলে।

বর্তমানে সে পরিবারের সাথে মিরপুরে বসবাস করত এবং স্থানীয় বায়তুল মোশাররফ সিনিয়র মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র।

নিহতের বড় ভাই দেওয়ান হাসিব জানান, গত ১৯শে জুলাই দুপুরে নিহত ফেরদৌসের বন্ধু ইকরাম তাকে বাসা থেকে ডেকে নিয়ে অসে

এরপর সে আরও কয়েকজন বন্ধু সহ গাবতলী কয়লাঘাটে গোসল করতে যায়।

সেখান থেকে একটু পরে ফোনে জানানো হয় গোসল করতে নেমে ফেরদৌস পানিতে ডুবে গেছে।

কালিগঞ্জে মানব পাচার চক্রের এক সদস্য আটক

পরবর্তীতে স্থানীয় ভাবে সেখানে ডুবুরি দিয়ে অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

অবশেষে আজ দুপুরে কচুরিপানার সাথে লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে নৌ পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে।

কেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে আমরা পুলিশের কাছ থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে ফেরদৌসের লাশ সনাক্ত করি।

ফতুল্লা নৌ পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ মিটফোড হাসপাতাল মর্গে প্রেরন করেছে।

/ মোঃ শফিক চৌধুরী

http://shopno-tv.com, http://thebanglawall.com
প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।
www.thebanglawall.com
দ্যা বাংলা ওয়াল, The Bangla Wall, www.thebanglawall.com
দ্যা বাংলা ওয়াল, The Bangla Wall, www.thebanglawall.com
www.thebanglawall.com
www.thebanglawall.com

One thought on “কেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে ভাসমান দু’টি লাশ উদ্ধার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *