রাজশাহীতে কঠোর অবস্থানে আইনশৃংখলা বাহিনী
রাজশাহীতে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে আইনশৃংখলা বাহিনী।
সারাদেশের ন্যায় সরকার ঘোষিত সর্বাত্মক কঠোর লকডাউন বাস্তবায়নে রাজশাহীতে আজ শনিবারও (২৪ জুলাই)
কঠোর অবস্থানে রয়েছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। ভোর থেকে রাজশাহীর প্রধান প্রধান সড়ক পুরোপুরি ফাঁকা হয়ে পড়েছে।

লকডাউনের দ্বিতীয় দিনেও মহানগরে বিরাজ করছে সুনসান নিস্তব্ধতা।
এছাড়া কেবল সংযোগ সড়কগুলোতে হাতে গোনা দু-একটি মোটরসাইকেল, প্রাইভেট কার, রিকশা ও জরুরী সেবার গাড়ি চলাচল করতে দেখা গেছে।
তবে কাঁচাবাজার ও মুদি দোকান ছাড়া মহানগরের শপিংমল, শপিং কমপ্লেক্স, সব ধরনের মার্কেট, বিপণিবিতান ও ব্যবসায়িক দোকানপাট বন্ধ রয়েছে।
রাজশাহী থেকে বন্ধ রয়েছে আন্ত:জেলা ও দূরপাল্লা রুটের সব যানবাহন চলাচল। কিন্তু পাড়া মহল্লায় খোলা রয়েছে দোকানপাট।
তালায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ৬
তারা লকডাউনকে তোয়াক্কায় করছেনা। এছাড়াও পাড়া মহল্লার উঠতি বয়সের ছেলেরা দলবেধে একস্থানে আড্ডা দিচ্ছে।
এসময়ে কারো মুখে মাস্ক দেখা যায়না। এদিকে আশপাশের জেলা উপজেলাসহ পুরো দেশের সঙ্গেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজশাহী শহর।

শনিবার মহানগরের শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বর, শিরোইল বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন, সাহেববাজার, নিউমার্কেট, উপশহর নিউ মার্কেট, লক্ষ্মীপুর,
কাশিয়াডাঙ্গা, কোর্ট বাজার, শালবাগান, তলাইমারী, কাঁটাখালী ও নওদাপাড়া আমচত্বরসহ মহানগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো ঘুরে দেখা যায়,
রাস্তাঘাট একেবারেই জনশূন্য। আর দোকানপাটসহ সবকিছুই রয়েছে বন্ধ।
রাজশাহীতে কঠোর অবস্থানে মহানগরের গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে।
টহলে ও ভাম্যমান আদালতে রয়েছে সেনাবাহিনী ও র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
তারা বিভিন্ন মোড়ে মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন ও জনগণের গতিরোধ করছেন।
তালা প্রেসক্লাবের সভাপতি নজরুলের সুস্থতা কামনায় দোয়া
কেউ জরুরি প্রয়োজন ছাড়া সড়কে যানবাহন নিয়ে বের হলেই তার বিরুদ্ধে মামলা দায়ের ও কঠোরভাবে চেক করা হচ্ছে। করা হচ্ছে জরিমানাও।

এছাড়াও অহেতুক রাস্তায় বের হওয়া পথচারীদেরও ছাড় দেয়া হচ্ছেনা।
রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাউছার হামিদ জানান, রাজশাহীতে ‘লকডাউনের’ গত শুক্রবার (২৩ জুলাই)
স্বাস্থ্যবিধি না মানায় ২৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। জরিমানা করা হয়েছে সাড়ে ১৫ হাজার টাকা।
এদিকে শনিবার সকাল থেকেও ভ্রাম্যমান আদালত মাঠে রয়েছে। দুপুরে নগরীর সাহেববজার জিরো পয়েন্টে সাংবাদিকদের
ভ্রাম্যমান আদালত বিষয়ে ব্রিফ করেন নির্বাহী মেজিস্ট্রেট কৌশিকুর রহমান। সাথে ছিলেন আর্মি মেজর এফ.এম তাবিকসহ অন্যান্য কর্মকর্তা।
ম্যাজিস্ট্রেট বলেন, দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে তিনটি মামলা করা হয়। সেইসাথে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

নড়াইলে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, রাজশাহীতে কঠোর ‘লকডাউন’ বাস্তবায়নে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের টহল ছিল চোখে পড়ার মতো।
বর্তমানে মহানগরজুড়ে রাজশাহী জেলা প্রশাসনের চারটি ও নয়টি উপজেলায় ১৮টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে।
মহানগরের প্রবেশপথগুলোতেও পুলিশের বাড়তি নজরদারি রয়েছে।
রাজশাহীতে কঠোর অবস্থানে লকডাউন এর সার্বিক বিষয়ে, রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (সার্বিক) মুহাম্মদ আবু আসলাম জানিয়েছেন,
সরকারি প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী সর্বাত্মক লকডাউন বাস্তবায়ন করা হচ্ছে। কঠোর লকডাউন বাস্তবায়নে

সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্য সার্বক্ষণিক মাঠে রয়েছে। সিটি কর্পোরেশন ছাড়া উপজেলাগুলোতেও
সেনাবাহিনী, বিজিবি ও র্যাব টহল দিচ্ছে। এ অবস্থায় কেউ অহেতুক বাইরে ঘোরাঘুরি করলে তাকে ভ্রাম্যমাণ আদালতের
শাস্তির মুখে পড়তে হবে বলে জানান আবু আসলাম।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: শিশু মিষ্টিকে বাচাঁতে বাবা ও মায়ের সাহায্যের আবেদন - দ্যা বাংলা ওয়াল
Pingback: শিশু মিষ্টিকে বাচাঁতে বাবা ও মায়ের সাহায্যের আবেদন - দ্যা বাংলা ওয়াল