রাজশাহীর তেরোখাদিয়ায় ডিবির অভিযানে ইয়াবাসহ আটক-২
রাজশাহীর তেরোখাদিয়ায় ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ আটক ০২।
রাজশাহী ব্যুরোঃ রাজশাহী মহানগর এলাকাকে অপরাধ মুক্ত ও মাদক-চোরাচালান নির্মূল করার লক্ষ্যে
রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মােঃ আবু কালাম সিদ্দিক এর নির্দেশে অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগর গােয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মােঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে,
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(ডিবি) মােঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে গােয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম মহানগর এলাকায়
মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান ডিউটি পরিচলনার সময় গােপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত্রি ১১.১৫ মিনিটের সময় রাজপাড়া
থানাধীন তেরখাদিয়া পশ্চিমপাড়া গ্রামস্থ মােঃ এনামুল হক এর মেসার্স আকাশ মটরস নামক গ্যারেজের সামনে উপস্থিত হয়ে ছদ্মবেশে
উক্ত গ্যারেজের আশে পাশে অবস্থান নিয়ে তীক্ষ্ম নজর রাখতে থাকে। অতঃপর রাত্রী ০০.০৫ ঘটিকায় সাের্সের দেওয়া বর্ণনা অনুযায়ী
দুইজন ব্যক্তি পায়ে হেটে উক্ত গ্যারেজের সামনে ফুটপাতের উপর আসামাত্র সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাদের আটক করেন।
সিরাজগঞ্জ এবং টাঙ্গাইলে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাজশাহীর তেরোখাদিয়ায় আটককৃত ব্যক্তিদ্বয়ের দেহ তল্লাশী করার সময় ০১ নং আসামী পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেট হইতে
৭০(সত্তর) পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
আটককৃত ব্যক্তিদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা দীর্ঘদিন যাবত পরস্পরের যােগসাজসে
নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটের ব্যবস্থা করে আসছে।
নওগাঁর নিয়ামতপুরে শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় গ্রেফতার-১
আটককৃত আসামী
১। মােহাম্মদ আলী টুটুল(২৫), পিতা-মােঃ রফিকুল ইসলাম, সাং- বানেশ্বর রঘুরামপুর, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহী,
২। মােঃ মেহেদী আলী ঈমাম (২৮), পিতা-মােঃ মমিনুল ইসলাম, সাং-সুলতানাবাদ কাসমেরী মাদ্রাসার পার্শ্বে, এ/পিঃ সাং-সপুরা ম্যাচ ফ্যাক্টরী,
উভয় থানা-বােয়ালিয়া, মহানগর রাজশাহী। এ সংক্রান্ত বিষয়ে রাজপাড়া থানায় মামলা প্রক্রিয়াধীন।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: নওগাঁয় পৌর মার্কেটের একটি কক্ষ থেকে বাংলা মদ উদ্ধার - দ্যা বাংলা ওয়াল