সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান বিভিন্ন পণ্য আটক
সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, বিভিন্ন পণ্য আটক।
মাঠগাঁও বিওপির টহল দল ১ আগস্ট দোয়ারাবাজার উপজেলাধীন লক্ষীপুর ইউনিয়নের দৌলতপুর নামক স্থান হতে ৪২,
হাজার পিস ভারতীয় নাসির বিড়ি আটক করে, যার মূল্য ৭১হাজার ,৪শ- টাকা।
একই বিওপির টহল দল একই তারিখে একই স্থান হতে ৭,হাজার পিস ভারতীয় নাসির বিড়ি আটক করে, যার মূল্য ১১, হাজার ৯শ- টাকা।
বাঁশতলা বিওপির টহল দল ১ আগস্ট দোয়ারাবাজার উপজেলাধীন বাংলাবাজার ইউনিয়নের ঝুমগাঁও নামক স্থান হতে
১৫০ কেজি বাংলাদেশী রসুন আটক করে, যার আনুমানিক মূল্য ১৩ হাজার,৫শ টাকা।
সিরাজগঞ্জ সদরে ভূয়া সাংবাদিক আটক করেছে র্যাব-১২
চারাগাঁও বিওপির টহল দল ২ আগস্ট তাহিরপুর উপজেলাধীন উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও নামক স্থান হতে ৪০০ কেজি
ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ৫ হাজার ২শ টাকা।
বাংগালভিটা বিওপির টহল দল ২ আগস্ট ধর্মপাশা উপজেলাধীন উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মাজেরপাড় নামক স্থান হতে
১০ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ১৫, হাজার- টাকা।
সুনামগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা
বনগাঁও বিওপির টহল দল ২ আগস্ট সুনামগঞ্জ সদর উপজেলাধীন রংগারচর ইউনিয়নের সমেদনগর নামক স্থান হতে
২৮০ পিস ভারতীয় বাঁশ আটক করে, যার আনুমানিক মূল্য ৪২ হাজার টাকা।
সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও নাসির/ জীবন বিড়ি, কয়লা, বাংলাদেশী রসুন শুল্ক কার্যালয় এবং
বাঁশ বনবিট কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছেন
নামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল তছলিম এহসান পিএসসি।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: ওপার বাংলায় হোয়াটসঅ্যাপ এ হাজির পদ্মার ইলিশ! - দ্যা বাংলা ওয়াল