কালিগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
কালিগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১।
সাতক্ষীরার কালিগঞ্জে তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কেনা গাজী (৪০) নামে এক জনকে আটক করেছে পুলিশ।
আটককৃত ওই ব্যক্তি উপজেলার রতনপুর ইউনিয়নের কাশিশ্বরপুর এলাকার আবুল গাজীর ছেলে।
জানা যায়, অভিযুক্ত কেনা গাজী গত ১ আগস্ট সকাল সাড়ে ১১ টার দিকে মহিষকুড় এলাকার এক বাড়িতে যেয়ে ওই বাড়িতে থাকা
তৃতীয় শ্রেণির ছাত্রীকে খাবার খাওয়ার লোভ দেখিয়ে পাশ্ববর্তী এক মৎস্যঘেরে নিয়ে যায়।
পাবনায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম আর নেই
এরপর ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টাকালে ছাত্রীর গোঙ্গানিতে স্থানীয়রা এগিয়ে আসলে কেনা গাজী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে সোমবার (২ আগস্ট) সকাল ৯ টার দিকে
উপ-পরিদর্শক হাসানুর রহমান অভিযান চালিয়ে রতনপুর এলাকা থেকে কেনা গাজীকে আটক করে।
কালিগঞ্জে বিদেশী মদসহ ব্যবসায়ী আটক
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
আসামিকে দুপুর আড়াইটার দিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: পাবনায় তিনজন এএসআই ও তেইশজন কনস্টবলদের সংবর্ধনা - দ্যা বাংলা ওয়াল