পাবনায় জুয়া খেলা অবস্থায় ৮ জনকে গ্রেফতার টাকা জব্দ
পাবনায় ইভিনিং টাচ আবাসিক হোটেল এর চতুর্থ তলার ডান পার্শ্বের কর্নার রুমে তাস দ্বারা জুয়া খেলা অবস্থায় ৮ জনকে গ্রেফতার ও ৪৬২৩৮ টাকা জব্দ করা হয়।
পাবনায় জুয়া খেলা অবস্থায় বুধবার ৪ আগস্ট দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর ফাড়ীর ইন্সপেক্টর মোঃ আবুল কালাম এর নেতৃত্বে এসআই/ কান্তি কুমার,
এটিএসআই/ হান্নান, এটিএসআই/ মিজান ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান কালে নিম্নের আসামীদের গ্রেফতার করা হয়।
আইপিটিভি নিয়ে অপপ্রচার : বিভ্রান্ত না হওয়ার আহ্বান
১| মোঃ মোজাক্কের আলী মামুন (৩০) পিতা-মৃত ময়েন উদ্দিন সাং- কালাচাঁদ পাড়া তালপুকুর
২৷ সুমির দাস (৪৪) পিতা-মৃত রবীন্দ্রনাথ দাস সাং- রাধানগর রথঘরের পার্শ্বে
৩৷ মোঃ সিদ্দিক সরদার (৫৫) পিতা-মৃত সেকেন সরদার সাং- সিংগা বাজার সুইট এর মিলের পিছনে
৪৷ মোঃ মনজু শেখ (৫৫) পিতা-মৃত আনছের শেখ সাং- দিলালপুর ফায়ার সার্ভিসের পিছনে
৫৷ মোঃ রজব আলী নিশাত (২৬) পিতা-মৃত রেজাউল হক রেজা সাং- শালগাড়িয়া তালবাগান
নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাস চালকের মৃত্যু
৬৷ মোঃ আমিরুল ইসলাম আমিন (৪০) পিতা-মোঃ মকছেদ আলী প্রাং সাং- শিবরাম পুর আল হেলাল মসজিদের পিছনে
৭৷ মোঃ চান্দু মোল্লা (৩২) পিতা-মৃত আবের মোল্লা সাং- বয়রা কাশিনাথপুর ব্রীজের পার্শ্বে
৮৷ শ্রী রবি দাস শুভ (২৮) পিতা-মৃত রাজ বলি দাস সাং- নয়নামতি মাঠপাড়া সর্ব থানা ও জেলা-পাবনাদের
২ সেট তাস, নগদ ৪৬,২৩৮/ টাকা, এবং ০২ টি টালী খাতা যাহাতে তাস খেলার হিসাব লেখা রহিয়াছে সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। মামলা রুজু প্রক্রিয়াধীন।
Pingback: অসহায় ও দু:স্থদের রাজশাহী জেলা প্রশাসনের নগদ অর্থ প্রদান - দ্যা বাংলা ওয়াল