পাবনায় টিকা ছাড়াই খালি সিরিঞ্জ পুশের ঘটনায় তদন্ত কমিটি
পাবনায় মেডিকেল কলেজ ছাত্রীর শরীরে করোনার টিকা ছাড়াই খালি সিরিঞ্জ পুশের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন এবং
ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে পাবনা জেনারেল হাসপাতালের ২ স্টাফ নার্সকে প্রত্যাহার করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ কেএম আবু জাফর এ তথ্য নিশ্চিত করে জানান,
ঘটনা তদন্তে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
জেলার আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রফিকুল হাসানকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে।
কমিটির অপর ২ সদস্য হলেন, পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ জাহিদুর রহমান ও জেলা পাবলিক হেলথ নার্স।
তিনি আরো জানান, ঘটনাটি জ্ঞাত হওয়ার পরপরই টিকা কেন্দ্রে নিয়োজিত দুই স্টাফ নার্স মেরিনা গোমেজ ও মিতা খাতুনকে প্রত্যাহার করা হয়েছে।
সাতক্ষীরার ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা
তদন্ত কমিটিকে আগামী তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
উল্লেখ্য, বুধবার ২৫০ শয্যার পাবনা জেনারেল হাসপাতালের টিকা কেন্দ্রে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা নিতে যান
ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের এমবিবিএস শেষ বর্ষের শিক্ষার্থী সাবাহ মারিয়ম অন্তিকা।
দীর্ঘ সময় লাইনে দাড়িয়ে থাকার পর টিকা নিতে গেলে দায়িত্বপ্রাপ্ত এক নার্স তাকে খালি সিরিঞ্জ দিয়ে শরীরে সুই ফুটান।
এতে তার শরীরে রক্ত বের হয়। ঐ মেডিকেল ছাত্রীকে ভ্যাকসিন না দিয়ে খালি সিরিঞ্জ ঢুকানোর প্রতিবাদ করলে কর্তব্যরত নার্স ক্ষমা প্রার্থনা করেন এবং
পরে তাকে ভ্যাকসিন দেওয়া হয়। বিষয়টি নিয়ে শহরে ব্যাপক তোলপাড় শুরু হয়।
পাবনায় শহীদ শেখ কামালের ৭২তম জন্ম বার্ষিকী পালিত
শিক্ষার্থীর পিতা স্কয়ার টয়লেট্রিজের মানব সম্পদ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক এড. আব্দুল হান্নান বলেন,
একজন মেডিকেল স্টুডেন্টের বেলায় যদি এ ঘটনা ঘটে তবে গ্রামের সাধারণ মানুষের কি হবে।
তিনি আরও বলেন, ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে।
সরকারকে বেকায়দায় ফেলতে এটা একটা গভীর ষড়যন্ত্র। প্রয়োজনে এ বিষয়ে আদালতে মামলা করা হবে।
তিনি এই ঘটনার সুষ্টু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।
পাবনায় টিকা ছাড়াই খালি সিরিঞ্জ এ ব্যাপারে পাবনার সিভিল সার্জন ডাঃ মনিসর চৌধুরী বলেন, ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে। দায়িত্ব ও কর্তব্যহীন কর্মকান্ড কোন ভাবেই মেনে নেয়া যায় না।
মাননীয় প্রধানমন্ত্রী সবার জন্য প্রানঘাতি করোনা থেকে বাঁচানোর লক্ষ্যে যে মহতি উদ্যোগ গ্রহন করেছেন,
সেটা দায়িত্ব ও নিষ্ঠার সাথে বাস্তবায়ন করা আমাদের জন্য জরুরী বলে দাবী করেন তিনি।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।



