পাবনায় শহীদ শেখ কামালের ৭২তম জন্ম বার্ষিকী পালিত
পাবনায় স্বাস্থ্যবিধি মেনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার এ উপলক্ষে পাবনা জেলা পরিষদ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌর সভা, জেলা আওয়ামীলীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,
স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধাঞ্জলি, স্মৃতিচারণ, দোয়া মাহফিল,পুষ্পার্ঘ্য অর্পন ও বৃক্ষ রোপন,আলোচনা সভাসহ নানান কর্মসূচি পালন করে।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে এসব কর্মসূচীতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও
পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলিসহ দলীয় নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।
সকালে দুর্জয় পাবনায় শেখ কামালের পুষ্পার্ঘ অর্পণ করেন পাবনা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ,উপজেলা পরিষদ,
পাবনা পৌরসভাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন।
এর আগে দিনটির প্রথম প্রহর রাত ১২.০১ মিনিটে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে
শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে শেখ কামালের জন্মদিন পালন
পাবনায় শহীদ শেখ কামালের পুষ্পার্ঘ অর্পন শেষে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দিনব্যাপী নানা কর্মসুচী উৎযাপিত হয়।
এ সময় পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহন করেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
গোলাম ফারুক প্রিন্স এমপি, জেলা পরিষদেও চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিযুর রহমান,
পুলিশ সুপার মহিবুল ইসলাম, সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, ডা. আবু জাফর, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান,
উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারোফ হোসেন, সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, সমাজ সেবা কর্মকর্তা রাশেদুল কবির,
সাতক্ষীরার ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা
অতিরিক্ত জেলা প্রশাসক শাহেদ পারভেজ, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শামসুজ্জোহা, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোকলেসুর রহমান,
শিক্ষা প্রকৌশলীর নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান, গণপুর্তর নির্বাহী প্রকৌশলী আনোয়রুল আজিম, বিভাগীয় প্রকৌশলী আব্দুস সাত্তার,
বিভাগীয় বন কর্মকর্তা কাশ্যপী বিকাশ চন্দ্র, জেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা তানভির রহমান, জেল সুপার শাহ আলম খান,
পাবনা প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, বাসস ও কাগজ রফিকুল ইসলাম সুইট, ভাঙ্গুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বাকী বিল্লা,
পাবনা নাসিং কলেজের অধ্যক্ষ শাহেদা পারভীন খান, পাবনা টেকনিকেল কলেজের অধ্যক্ষ জমিদার রহমান,
জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জুরী খান সৌমী প্রমূখ।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা - দ্যা বাংলা ওয়াল