নওগাঁয় ৬২ হাজার ২শ’ ব্যক্তি নিবে গণটিকা
নওগাঁয় ৬২ হাজার ২শ’ ব্যক্তি নিবে গণটিকা। সারাদেশের ন্যায় উৎসবমূখর পরিবেশে নওগাঁতেও শুরু হয়েছে গণটিকাদান কার্যক্রম।
জেলার ১১টি উপজেলার ১১৩টি কেন্দ্রে প্রায় ৬২ হাজার ২শ’ ব্যক্তিকে এই টিকা দেওয়া হবে।
শনিবার ৭ আগষ্ট সকাল ৯টা থেকে টিকাগ্রহণ কার্যক্রম শুরু হয়ে চলে বিকেল ৩টা পর্যন্ত।
জেলার স্বাস্থ্যবিভাগ জানায়, টিকাগ্রহণ কার্যক্রমে সাধারণত ২৫ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠী, নারী, শারীরিক প্রতিবন্ধী এবং
দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষকে প্রাধান্য দেওয়া হচ্ছে। জেলার ১১টি উপজেলার ৯৯টি ইউনিয়ন, নওগাঁ পৌরসভার ৯টি ওয়ার্ড,
ধামইরহাট পৌরসভার ৩টি কেন্দ্র ও নজিপুর পৌরসভার দুইটি কেন্দ্রে এই কার্যক্রম পরিচালনা করছে ১ হাজার ৭০০ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী।
সাতক্ষীরায় শুরু হয়েছে গণটিকা প্রদান
সকালে শহরের বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন নওগাঁর জেলা প্রশাসক হারুন-অর-রশীদ, পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া,
সিভিল সার্জন ডা. এ বি এম আবু হানিফসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
এসময় জেলা প্রশাসক বলেন, উৎসবমূখর পরিবেশে গণটিকাদান কার্যক্রম চলছে। এখন মানুষ স্বেচ্ছায় টিকা গ্রহণ করছেন।
চারঘাটে গণটিকা কার্যক্রম ইউনিয়ন পর্যায়ে টিকা দান উদ্বোধন
এটি একটি পজিটিভ দিক। এই কর্মসূচি মানুষের মধ্যে একটা উৎসাহ-উদ্দীপনার তৈরি করবে।
১৮ বছরের বেশি বয়স কিন্তু ২৫ বছরের কম হলে টিকা নিতে পারবেন না জানিয়ে তিনি আরও বলেন,
বুথে রেজিস্ট্রেশন করার সময় ভোটার আইডি কার্ড দেখে স্পট রেজিস্ট্রেশন করানোর পর টিকা দেওয়া হচ্ছে।
সুতরাং, ভোটার হলেও বয়স ২৫ বছরের কম হলে তিনি টিকা গ্রহণ করতে পারবেন না।
এসময় তিনি টিকা গ্রহণের পর কেন্দ্রে আধঘন্টা অপেক্ষা করার পরামর্শ দেন।
নওগাঁয় ৬২ হাজার ২শ’ টিকা গ্রহণের পরও বাড়ির বাহিরে গেলে মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরুত্ব মেনে চলতে পরামর্শ দেন।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।



