ভালুকার টিকাদান কেন্দ্রে স্বাস্থ্য বিধি মানার আহ্বান
ভালুকার টিকাদান কেন্দ্রে স্বাস্থ্য বিধি মানার আহ্বান।
ময়মনসিংহের ভালুকায় করোনার গণ টিকাদান কেন্দ্র গুলোতে স্বাস্থ্য বিধি মেনে টিকা গ্রহনের আহ্বান জানিয়েছেন,
ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ।
ভালুকা উপজেলার বিভিন্ন টিকা দান কেন্দ্র পরিদর্শনকালে শনিবার (৭ আগষ্ট) গণমাধ্যম কর্মীদের দেয়া এক স্বাক্ষাতকারে তিনি এই আহ্বান জানান।
রাজশাহী মহানগরীতে ৩২ হাজার ডোজ করোনার টিকা প্রদান
তরুণ ওই জনপ্রতিনিধি তার বক্তব্যে বলেন টিকা দেয়া হচ্ছে,করোনা প্রতিরোধ করার জন্যে আমরা টিকা দিতে এসে
যেন বাড়ীতে করোনা না নিয়ে যাই, সেদিকে আমাদের লক্ষ রাখতে হবে।
আমাদের স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে, এজন্য তিনি সবার স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে প্রশাসনের কর্মকর্তাদেরও আহ্বান জানান।
রাজশাহীতে ভূমি অধিগ্রহণ : ক্ষতিপূরণের চেক হস্তান্তর
সেই সাথে তিনি আরও বলেন স্বাস্থ্য বিধি নিশ্চিত না হলে টিকা দেয়া এবং নেয়ার ক্ষেত্রে সুফলের চেয়ে কু-ফলটাই আমাদের বেশী ভোগ করতে হবে
ভালুকার টিকাদান কেন্দ্রে তাই সবাইকে স্বাস্থ্য বিধি মেনে সুস্থ্য জীবন যাপনের পরামর্শ দেন তিনি।
এর আগে সারা দেশের ন্যায়,ভালুকার বেশ কয়েকটি টিকা কের্ন্দের আনুষ্ঠানিক টিকাদান কর্মসুচির শুভ উদ্বোধন করেন তিনি।
এছাড়াও ভালুকার হবিরবাড়ী,মেদুয়ারী,উথুরা, বিরুনীয়্ াও রাজৈ ইউনিয়নের ঠিকাদান কেন্দ্র গুলো পরিদর্শন করেন তিনি।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: সাতক্ষীরায় শুরু হয়েছে গণটিকা প্রদান - দ্যা বাংলা ওয়াল