বুড়িগঙ্গা নদী থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : বুড়িগঙ্গা নদী থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার।
বড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের (৩০) গলাকাটা লাশ উদ্ধার করেছে পাগলা নৌ থানা পুলিশ।
গতকাল (আজ ১২ই আগস্ট) বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন কোন্ডা ইউনিয়ের
পানগাঁও আলিগঞ্জ মাদ্রাসা বরাবর মাঝ নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পরে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেধন তৈরী করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
মোংলায় ভূয়া প্রতিবেদন দেয়ায় আমিনের বিরুদ্ধে অভিযোগ
পাগলা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই তৌহিদুল ইসলাম জানান, লাশ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেন।
থানা পুলিশ আমাদের বিষয়টি জানালে আমরা দ্রæত ঘটনাস্থলে গিয়ে ভাসমান অজ্ঞাত যুবকের লাশটি উদ্ধার করি।
নিহতের পরনে ছিল ছাই রংয়ের জিন্সের প্যান্ট এবং গায়ে কোন কাপড় ছিলনা। লাশটি পাঁচ-ছয় দিন আগের।
অসহায় ও দুস্থদের মাঝে নীড়ের ঠিকানা’র খাবার বিতরণ
বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত যুবকের দুর্বৃত্তরা নৃশংস ভাবে গলাকেটে, বাম কাঁধের উপর থেকে পিঠের অর্ধেক অংশ কেটে,
এবং ডান পায়ের গোড়ালি কেটে নিঃসংশ ভাবে হত্যা করে।
ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা অজ্ঞাত যুবকটিকে হত্যার পর লাশ গুম করার উদ্যোশে নদীতে ফেলে দেয়া হতে পারে।
এ ঘটনায়পুলিশ বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়েরের করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।



