নড়াইলে মাদক থেকে দূরে রাখতে নড়াইলে যুবকদের ফুটবল বিতরণ
নড়াইলে মাদক থেকে দূরে রাখতে নড়াইলে যুবকদের মাঝে জিয়া উদ্দিন জুয়েল এর ফুটবল বিতরণ।
মহামারী করোনা ভাইরাস সংক্রমনে স্কুল কলেজ বন্ধ থাকায় এলাকার যুবসমাজ ছাত্রদেও মাঝে এফ এম জিয়া উদ্দিন জুয়েল ফুটবল বিতরনণ করেন।
গতকাল সন্ধ্যা ৭টায় বাশগ্রাম ইউনিয়নে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজ সেবক এফ এম জিয়া উদ্দিন জুয়েল।
এ কার্যক্রমে যুবসমাজ সকল হতাশা কাটিয়ে মাদক বা অন্য কোনো খারাপ কাজ থেকে খেলাধুলার মাধ্যমে সহজেই দুরে আসতে পারবে।
এলাকার উন্নয়নে যুবকরাই সব থেকে বেশি ভুমিকা পালন করে থাকে । এই ক্লান্তিকালে খেলাধুলা হয়ে ইঠুক ছাত্র,যুব ও তরুন সমাজের ভালর পথ।
কালিগঞ্জে প্রশাসনের সহযোগিতায় চলছে সরকারি জমি দখল
এছাড়া একলাকার উন্নয়নে করোনা সংক্রমনের শুরু থেকে সাবেক ছাত্র নেতা ও সাবেক ফুটবলার, সমাজ সেবক এফ এম জিয়া উদ্দিন জুয়েল দুস্থ ও
অসহায় মানুষের খাদ্য সহায়তা দিয়েছেন। করোনা প্রতিরোধে তার নিজ এলাকায় বিভিন্ন সময়ে স্যানিটাইজার,মাস্ক, গ্লাবস, বিতরণ করেছেন।
খেলাধুলা মানুষেরে শারীরিক গঠন,রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়এবং মাদক থেকে দুরে রাখতে তিনি ভিন্নধর্মী আয়েজন করেন ।
এফ এম জিয়া উদ্দিন জুয়েল বলেন, আমার এলাকার মানুষের উন্নয়নে আমি সব সময় কাজ করে যাচ্ছি আগামীতেও করে যাব।
আমি ছোট বেলা থেকে নিজে ফুটবল খেলতাম, খেলাধুলার ভিতর থাকলে প্রিতটি মানুষের শরীর ও মন ভাল থাকে।
বিশেষ করে এই করোনা কালিন সময়ে স্কুল কলেজ বন্ধ থাকায় ছাত্র,যুবক ও তরুন সমাজ যাতে খাবাপ পথে না যেয়ে খেলার মাঠে থাকে এজন্য আমি ফুটবল দিয়েছি।
নড়াইলে মাদক থেকে দূরে রাখতে এলাকার মানুষের উন্নয়নে সব সময় পাশে থেকে কাজ করে যেতে পারি এইটুকু চাওয়া।
এসময় নড়াইল জেলা পরিষদের সদস্য, আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Pingback: তালার মহিলা বিষয়ক কর্মকর্তার নির্দেশে বন্ধ বাল্যবিবাহ - দ্যা বাংলা ওয়াল