দেশব্যাপীরাজনীতিশিরোনামসর্বশেষসব খবর

বঙ্গবন্ধুর বাঙালীর প্রাচীন সভ্যতার আধুনিক স্থপতি

বঙ্গবন্ধুর বাঙালীর প্রাচীন সভ্যতার আধুনিক স্থপতি।

যশোর জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক বেনাপোল পৌরমেয়র আশরাফুল আলম লিটন বলেছেন,

বঙ্গবন্ধু বাঙালির প্রাচীন সভ্যতার আধুনিক স্থপতি। যাঁর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। আমরা সার্বভৌম বাংলাদেশ পেতাম না।

বাঙালি জাতির নির্দিষ্ট মানচিত্রও তৈরি হতো না। আজকে আমরা বাংলাদেশ পরিচয়ে বিদেশের দূতাবাসে, জাতি পরিচয়ে কর্মযজ্ঞ চালাতে পারতাম না।

তাই বঙ্গবন্ধুর এ ঋণ কোনোদিন শোধ করার নয়। স্বাধীনতাবিরোধী পরাজিত অপশক্তি এখনও দেশকে ধ্বংসের জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

মঙ্গলবার বিকেলে শার্শা উপজেলা আওয়ামী লীগের প্রবীণ সদস্য বদিয়ার রহমান তরফদারের সভাপতিত্বে শার্শার বাসাবাড়ি বাজারে

নিজামপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে

আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গর্বের নেই শেষ : সাবিনা সিদ্দিকী শিবা

মেয়র আশরাফুল আলম লিটন আরো বলেন, আজ শার্শায় চলছে দানবের রাজনীতি। এখানকার ত্যাগী নেতাকর্মী ও আওয়ামী পরিবার নির্যাতিত অপমানিত অবহেলিত।

সরকারের ১২ বছরে এরা পায়নি কোন সুবিধা। এরা পেয়েছে মামলা-হামলা, জেল-জুলুম। জাতির জনক ছিলেন একজন মানবিক মানুষ, মানবিক নেতা।

তিনি এদেশের মানুষের জন্য লড়াই সংগ্রাম করে বার বার জেল খেটেছেন।

কিন্তু আজ শার্শায় যে আওয়ামী লীগের রাজনীতি শুরু হয়েছে সেই রাজনীতি আওয়ামী লীগকে ডুবানোর গভীর ষড়যন্ত্র চলছে।

এখানকার একজন নেতা আজ বিএনপি জামাতের নেতাদের আওয়ামী লীগে প্রবেশ করিয়ে একের পর এক ত্যাগি নেতাদের নির্যাতন করে চলেছে।

আজ জাতির জনকের অনুপস্থিতিতে তার কন্যা অদম্য শক্তি সাহস নিয়ে নিরলস পরিশ্রম করে চলেছে শুধু বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ করার জন্য।

আমরা জাতির জনকের সুন্দর গুণাবলির এবং তার সভ্য রাজনীতি অন্তরআত্মায় ধারণ করে এগিয়ে যাব।

করোনা রোগীর সেবায় কাশিয়ানীর ফাহিম হাসান ঊসা

আমাদের রাজনীতি হবে অসভ্যের সাথে সভ্যের রাজনীতি, বেয়াদবের সাথে আদবের রাজনীতি, অসত্যের সাথে সত্যের রাজনীতি।

আমরা সম্পদ গড়ে তোলার রাজনীতির অংশ হবো না, আমরা অত্যাচারী রাজনীতির অংশ হবো না।

আমরা জাতির জনক ও তার কন্যার আদর্শের মানব কল্যাণের রাজনীতির অংশ হয়ে বেঁচে থাকতে চাই।

আজ নিজামপুর এর গোড়পাড়ায় যে জাতির জনকের পোস্টার ছিঁড়েছে তারা অন্তত আর যাই করুক বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করতে পারে না।

বঙ্গবন্ধুর বাঙালীর প্রাচীন সভ্যতার এর সঠিক জবাব দিতে হবে শুধু সময়ের ব্যাপার মাত্র।

সভায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আাওয়ামী লীগের প্রচার সম্পাদক ইলিয়াছ আযম, দপ্তর সম্পাদক আজিবর রহমান,

শ্রম বিষয়ক সম্পাদক শেখ কোরবান আলী, যুব ও ক্রীড়া সম্পাদক কবির উদ্দিন তোতা, শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান,

উপজেলা যুবলীগের যুগ্মআহŸায়ক সেলিম রেজা বিপুল, আওয়ামী লীগ নেতা মোজাফফার হোসেন, আলীম রেজা বাপ্পী, আশরাফুল আলম বাটুল,

পুটখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফফার সরদার, শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসাইন,

দপ্তর সম্পাদক আরিফুর রহমান প্রমুখ।

/ মোঃ জামাল হোসেন

http://shopno-tv.com, http://thebanglawall.com
প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।
www.thebanglawall.com
দ্যা বাংলা ওয়াল, The Bangla Wall, www.thebanglawall.com
দ্যা বাংলা ওয়াল, The Bangla Wall, www.thebanglawall.com
www.thebanglawall.com
www.thebanglawall.com

বেনাপোল (যশোর) করেসপনডেন্ট

Md. Jamal Hossain Mobile: 01713-025356 Email: jamalbpl@gmail.com Blood Group: Alternative Mobile No: Benapole ETV Correspondent

One thought on “বঙ্গবন্ধুর বাঙালীর প্রাচীন সভ্যতার আধুনিক স্থপতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *