রংপুরে ট্রাকবোঝাই মেয়াদোত্তীর্ণ ১৩৪৮০ কেজি আটা জব্দ
রংপুরে এক ট্রাকবোঝাই মেয়াদোত্তীর্ণ ১৩ হাজার ৪৮০ কেজি আটা জব্দ।
রংপুরে ভেজালবিরোধী অভিযানে এক ট্রাকবোঝাই মেয়াদোত্তীর্ণ ১৩ হাজার ৪৮০ কেজি আটা জব্দ করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় দুজনকে গ্রেফতার করা হয়।
আজ রোববার দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে গোয়েন্দা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান,
উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) কাজী মুত্তাকী ইবনু মিনান।
তিনি আরও জানান, ট্রাকটি তল্লাশি করে ৪০ কেজি ওজনের ২৭২ বস্তা আটা এবং আলাদা ৬৫ বস্তার প্রতিটিতে ২০ কেজি করে ওজনের প্যাকেট জব্দ করা হয়।
জব্দ ১৩ হাজার ৪৮০ কেজি আটার আনুমানিক মূল্য ৫ লাখ পঞ্চাশ হাজার টাকা।
সিরাজগঞ্জে হেরোইনসহ ২ জন আটক র্যাব-১২’র অভিযানে
গ্রেফতার দুজন হলেন রংপুর নগরের পার্বতীপুর মেহগনি গাছবাগান এলাকার মৃত আনছার আলীর ছেলে রাশেদ মিয়া (৩৪) ও
একই এলাকার ভগিবালাপাড়া ভাড়াটিয়া মৃত আব্দুল হামিদের ছেলে জিয়াউর রহমান (৩২)।
গ্রেফতার রাশেদ মিয়া ও জিয়াউর রহমান তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে মহানগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (ডিবি)
ফারুক আহমেদের নেতৃত্বে একটি দল রংপুর নগরের পার্বতীপুর এলাকায় সাঁড়াশি অভিযান চালায়।
সাতক্ষীরায় ভারতীয় ৪ জেলে আটক
এ সময় পার্বতীপুর বউবাজার সংলগ্ন মেহগনি গাছবাগান নামক স্থানে আটার বস্তা বোঝাই একটি ট্রাক আটক করা হয়।
কাজী মুত্তাকী ইবনু বলেন, কাগজপত্র যাচাই-বাছাই করে নির্দিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনহীন ও ট্রেড লাইসেন্স জালিয়াতি করে আটার বস্তায় অন্য নাম ব্যবহার করা হয়েছে।
মেয়াদোত্তীর্ণ বিপুল পরিমাণ এই আটার ট্রাকটি রংপুর থেকে অন্যত্র পাঠানো হচ্ছিল।
আটাগুলো পুনরায় নতুন প্যাকেটে ভরে নওগাঁসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাতকরণসহ হোটেল ও রেস্তোরাঁয় সরবরাহের পরিকল্পনা ছিল প্রতারক চক্রটির।
রংপুরের স্যানেটারি ও নিরাপদ খাদ্য ইন্সপেক্টর বাদী হয়ে নিরাপদ খাদ্য আইনে ওই দুজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।



