নবীগঞ্জে ইউপি চেয়ারম্যান মুছার দুর্নীতি তদন্ত ধীরগতি
নবীগঞ্জে ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুছার দুর্নীতি সরেজমিনে তদন্ত, রিপোর্ট জমা দিতে প্রশাসনের ধীরগতি।
হবিগঞ্জে নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুছা ও পরিষদ সদস্য শ্রীবাস পালের বিরুদ্ধে জেলা ও
উপজেলা প্রশাসন বরাবরে গত ১৪/০২/২০২১ তারিখে গ্রামবাসীর পক্ষে দুর্নীতির লিখিত অভিযোগ দায়ের করেন
হালিতলা গ্রামের মৃত অবনী দাশের ছেলে অজিত দাশ ও ভূবিরবাক গ্রামের কালা মিয়ার ছেলে আঃ মুহিত।
তাদের ভিন্ন ভিন্ন অভিযোগের ভিত্তিতে জানা যায়, হালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় হইতে রাধারমনের আখড়া পর্যন্ত ১৬০০শ ফুট পুননির্মাণ।
ইটসোলিং রাস্তার ইট মেম্বার শ্রীবাস পালের সহযোগীতায় নিয়ে যায় চেয়ারম্যান মুছার লোকজন। এই রাস্তাটা ২০১৪ সালে হবিগঞ্জের
জেলা প্রশাসক ড. মুশফিক হোসেন চৌধুরী ভুবিরবাক/ হালি তলার রাস্তার ইট সলিং এর জন্য ৫০০ ফুট জায়গার বরাদ্দ দেওয়া হয়।
ওয়েব পোর্টাল হালনাগাদকরণ বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ
কিন্তু রাস্তার ইট কেন, কার হুকুমে উকরে ফেলা হচ্ছে এবং কেন ওইবা নিয়ে যাচ্ছে গ্রামবাসীর বাধার মুখে পড়েন
মেম্বার শ্রীবাস পাল তখন তিনি বলেন চেয়ারম্যান সাবের হুকুমে, ইট নেওয়া হচ্ছে কিন্তু কেন নেওয়া হল তার কোনো উত্তর নাই।
উক্ত পৃথক দুই অভিযোগের বিষয়ে প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় অজিত দাশ ও আঃ মুহিত নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা
শেখ মহিউদ্দিন এর সাথে সাক্ষাতে জানতে চাইলে তিনি বলেন,
আমিতো অনেক আগেই বিষটি তদন্ত করার জন্য সমবায় অফিসার কে দিয়েছি আপনারা একটু কষ্ট করে উনার সাথে আলাপ করেন।
র্যাব-১৩ রংপুর গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নবীগঞ্জে ইউপি চেয়ারম্যান মুছার উনি এখনো আমাকে তদন্ত রিপোর্ট দেননি দিলে ব্যবস্থা নেওয়া হবে।
তারপর সমবায় অফিসার হাফিজুর রহমান এর অফিসে গিয়ে বিষয়টি উনার কাছে জানতে চাইলে তিনি বলেন,
এতদিন অভিযোগটি পাইনি যখন পেয়েছি তখনই সরেজমিনে গিয়ে তদন্ত করেছি উভয়পক্ষের মৌখিক ব্যক্তব্যে পেলেও
একপক্ষের লিখিত ব্যক্তব্যে দেওয়া আছে আরেক পক্ষ আগামীকাল লিখতো ব্যক্তব্যে জমা দিবেন।
তারপর দু’তিনদিনের ভিতরে তদন্ত রিপোর্ট ইউএনও স্যারের কাছে জমা দিবো। এবং চেয়ারম্যান মুছা সহ
আপনাদেরকে নোটিশের মাধ্যমে জানিয়ে দিবো।
কিন্তু এলাকা বাসী বলছেন ধীরগতিতে তদন্ত হলেও আমাদের কে বিষয়টি ধামাচাপা দেওয়া হচ্ছে কিনা বুঝতেছিনা।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: তালায় লাঙ্গল প্রতিকের ইউনিয়ন নির্বাচন কমিটির সভা - দ্যা বাংলা ওয়াল