জম্মাষ্টমীতে বেনাপোল দিয়ে আমদানি-রফতানি বন্ধ
জম্মাষ্টমীতে বেনাপোল দিয়ে আমদানি-রফতানি বন্ধ।
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জম্মাষ্টমীর (ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ) দু‘দেশের ছুটির কারনে সোমবার (৩০ আগস্ট) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে
ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি রফতানি বন্ধ থাকবে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান,
সোমবার ভারতে জম্মাষ্টমীর সরকারি ছুটি থাকায় পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে কোন আমদানি-রফতানি কার্যক্রম হবে না।
কালিগঞ্জে জাতীয় শোক দিবসের সভা ও দোয়া অনুষ্ঠান
মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম চলবে।
বেনাপোল স্থলবন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বিষয়টি নিশ্চিত করে জানান,
ভারতীয় পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ তাদেরকে জানিয়েছেন, জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকায় তারা এপথে সোমবার কোনো পণ্য আমদানি-রফতানি করবেন না।
মঙ্গলবার সকাল থেকে ফের স্বাভাবিক বাণিজ্য শুরু হবে।
তালা সদর ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা
বেনাপোল কাস্টমসের কার্গো সুপারিনটেনডেন্ট স্বপন কুমার জানান, জম্মাষ্টমীর ছুটির কারণে
সোমবার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে ওপারের কাস্টমস ও সিএন্ডএফ এজেন্ট আমাদের রোববার বিকেলে জানিয়ে দিয়েছেন।
তবে ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা খালি ট্রাক ফেরত যাওয়ার জন্য চেকপোস্ট কার্গো শাখা খোলা থাকবে।
জম্মাষ্টমীতে বেনাপোল দিয়ে সেই সাথে দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
Pingback: কালিগঞ্জে মধ্য বয়সী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - দ্যা বাংলা ওয়াল
Pingback: সিরাজগঞ্জ সদরে ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক - দ্যা বাংলা ওয়াল