পাবনা মালঞ্চী বাজারে ডাকাতি মামলার রহস্য উদঘাটন
পাবনা চাঞ্চল্যকর মালঞ্চী বাজারে সংঘটিত ডাকাতি মামলার রহস্য ৩৬ ঘন্টার মধ্যে উদঘাটন, ডাকাত সর্দারসহ দলের
৭ ডাকাত সদস্য গ্রেফতার, ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র ও লুন্ঠিত মালামাল উদ্ধার।
রোববার (২৯ আগস্ট) দুপুরে পাবনা সদর থানা চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পাবনা জেলা পুলিশ সুপার জনাব মোঃ মহিবুল ইসলাম খান বিপিএম বলেন,
গত ২৪ আগস্ট মধ্যরাতে সদর উপজেলার মালঞ্চি বাজারে নৈশপ্রহরীকে বেঁধে রেখে চারটি দোকানের তালা ভেঙে নগদ টাকা,
স্বর্ণালঙ্কার, ফ্রিজ, টেলিভিশন, মোবাইলফোনসহ প্রায় ১৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা।
এ ঘটনায় মামলা দায়েরের পরে জেলা পুলিশের একটি চৌকস দল ৩৬ ঘণ্টা পাবনা, সিরাজগঞ্জ, গাজীপুর ও ঢাকা জেলার বিভিন্ন স্থানে
অভিযান চালিয়ে ডাকাত দলের সর্দার আমিনুল ইসলাম সহ সাতজনকে গ্রেফতার করে।
ভরা মৌসুমে ইলিশের দাম কমেনি : সবজির দাম আগের মত
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপভ্যান, সিএনজিচালিত অটোরিকশা, তাজাগুলিসহ
একটি অবৈধ শাটারগান জব্দসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এই মালঞ্চি বাজারে এক ডাকাত কাজ করতো।
সেই ডাকাতের পরিকল্পনা অনুসারে জেলার বাইরের ডাকাত দলের সদস্যরা একত্রিত হয়ে এই ডাকাতি করে।
গ্রেফতারকৃত ডাকাতদের নামে জেলা এবং জেলার বাইরের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে।
শার্শায় ধর্ষণ মামলার পালাতক আসামী গ্রেফতার
এই চক্রের আরো চার/পাঁচজন সদস্য পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। গ্রেফতারকৃত ডাকাতদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।
আটকদের বিরুদ্ধে পাবনা জেলাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সপুার (সদর সার্কেল) রোকনুজ্জামান,
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, ডিবির ওসি মো. আব্দুল হান্নানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাবনা মালঞ্চী বাজারে ডাকাতি উদ্ধারকৃত মালামালের মধ্যে একটি মিনি ট্রাক, একটি অটোরিকশা, ১৩ টি ফ্রিজ, পাঁচটি টেলিভিশন,
৫টি মোবাইল ফোন, নগদ অর্থসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি রয়েছে।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: রাজশাহীতে র্যাবের অভিযানে গাঁজাসহ ব্যাবসায়ী গ্রেফতার - দ্যা বাংলা ওয়াল