বেনাপোলের অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে
বেনাপোলের অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে।
যশোরের বেনাপোল রেল ষ্টেশনের পাশ থেকে উদ্ধার করা অজ্ঞাত নামা ব্যক্তির মরদেহের পরিচয় মিলেছে। তার নাম মিলন হোসেন (৪৫)।
তিনি যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
বর্তমানে তিনি পরিবার নিয়ে চুড়ামনকাটি বাজারের পাশে বসবাস করছিলেন ও বারীনগর বাজারে একটি তেলের মিলের শ্রমিক ছিলেন।
মৃত মিলনের ছেলে বিপ্লব হোসেন জানান, তার পিতার দাদা বাড়ি ঝিকরগাছায়।
বেনাপোল স্থলবন্দরের ট্রাক পার্কিং টার্মিনালটির বেহাল দশা
সেখানে জমির ভাগ বুঝে নিতে দরকারি কাগজপত্র নিয়ে ২৮ আগস্ট বাড়ি থেকে বের হন। এরপর থেকে মিলন হোসেন নিখোঁজ ছিলেন।
মঙ্গলবার (৩১ আগস্ট) যশোর জেলা পুলিশের ফেসবুকে পোস্ট দেখে তার পিতার লাশ শনাক্ত করেন তারা।
বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, পুলিশ ধারণা করছে, রাতে কে বা কারা তাকে হত্যা করে ফেলে গেছে।
শাহজাদপুরে বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
তার পেটে ও বুকে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। পেট থেকে নাড়িভুড়ি বের হয়ে গেছে। তার পকেটে ইয়াবা সেবনের জন্যে ব্যবহৃত কয়েন পাওয়া যায়।
মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে খবর পেয়ে মিলনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে যশোর আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
যশোর পুলিশ ব্যুরো ইনভেষ্টিগেশন (পিবিআই) এর এসআই তবিবুর রহমান বলেন, আমরা তদন্ত করছি।
বেনাপোলের অজ্ঞাত মরদেহের দ্রুত ঘটনার রহস্য উদঘাটন করে দোষিদের শাস্তির আওতায় আনা সম্ভব হবে।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: নওগাঁয় অস্ত্র ও মাদকসহ এক কুখ্যাত ব্যবসায়ী গ্রেপ্তার - দ্যা বাংলা ওয়াল