চর মাঝারদিয়াড় এলাকার আরএমপির খাদ্য সহায়তা
আরএমপি দামকুড়া থানার আয়োজনে পবার চর মাঝারদিয়াড় এলাকার ৩০০ জন গরীব, অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় হরিপুর ইউনিয়নের চর নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন আরএমপি পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, সহকারী পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) মীর মুহসীন মাসুদ রানা।
মহামারিকালীন সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন) মোঃ সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন)
মো. মজিদ আলী,উপ-পুলিশ কমিশনার (সদর) মো. রশীদুল হাসান, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো. সাজিদ হোসেন,
উপ-পুলিশ কমিশনার (সিটি এসবি) এ এফ এম আনজুমান কালাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমা,
উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মুহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) মো. মনিরুল ইসলাম।
রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষকদের সাথে সভা
চর মাঝারদিয়াড় এলাকার এছাড়াও উপস্থিত ছিলেন, হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল,
দামকুড়া থানার অফিসার ইনচার্জ মো মাহবুব আলম সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এর আগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) দামকুড়া থানার নতুন ব্যারাক ভবনের উদ্বোধন করেন
আরএমপি পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।



