সুনামগঞ্জ সীমান্তে ৭ লক্ষাধিক টাকার মালামাল আটক
সুনামগঞ্জ সীমান্তে ৭ লক্ষাধিক টাকার মালামাল আটক করেছে বিজিবি।
চিনাকান্দি বিওপির টহল দল ১০ সেপ্টেম্বর বিশ্বম্ভরপুর উপজেলাধীন ধনপুর ইউনিয়নের গুচ্ছগ্রাম নামক স্থান হতে ১৫০ কেজি
বাংলাদেশী মটর ডাল আটক করে, যার আনুমানিক মূল্য ৬ হাজার,- টাকা।
বাঁশতলা বিওপির টহল দল ১১ সেপ্টেম্বর দোয়ারাবাজার উপজেলাধীন বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলোনী নামক স্থান হতে

৩৮ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৫৭, হাজার টাকা।
ডুলুরা বিওপির টহল দল ১১ সেপ্টেম্বর বিশ্বম্ভরপুর উপজেলাধীন শলুকাবাদ ইউনিয়নের ধোপাযান চলতি নদী হতে ১৫ ঘনফুট ভারতীয় পাথর এবং
৫টি বারকী নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৫১ হাজার ৮শ টাকা।
সিরাজগঞ্জের সলঙ্গায় হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ী আটক
লাউরগড় বিওপির টহল দল ১১ সেপ্টেম্বর তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের সায়েদাবাদ নামক স্থান হতে
৫০০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ৬ হাজার ৫শ টাকা।
চারাগাঁও বিওপির টহল দল ১১ সেপ্টেম্বর তাহিরপুর উপজেলাধীন উত্তর শ্রীপুর ইউনিয়নের জংগলবাড়ী নামক স্থান হতে ৩০ ঘনফুট
ভারতীয় গোলকাঠ আটক করে, যার আনুমানিক মূল্য ৬০, হাজার – টাকা।
টেকেরঘাট বিওপির টহল দল ১১ সেপ্টেম্বর তাহিরপুর উপজেলাধীন উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট নামক স্থান হতে
৫০০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ৬ হাজার,৫শ- টাকা।
রাজশাহীতে ডিবির অভিযানে নাশকতার আসামী গ্রেফতার
বাগানবাড়ী বিওপির টহল দল ১১ সেপ্টেম্বর অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশের দায়ে দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং
বোগলাবাজার ইউনিয়নের ভাংগারপার নামক স্থান হতে ৮০ ঘনফুট ভারতীয় পাথর এবং ৫টি বারকী নৌকা আটক করে,
যার আনুমানিক মূল্য ৩, লক্ষ ৯ হাজার ৬শ টাকা।
বাগানবাড়ী বিওপির টহল দল ১১ সেপ্টেম্বর দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ী নামক স্থান হতে
১০০ প্যাকেট বাংলাদেশী পটেটো চিপস এবং ১,১২৫ প্যাকেট চানাচুর আটক করে, যার আনুমানিক মূল্য ৩,২৫০/ টাকা।
সুনামগঞ্জ সীমান্তে মোট ৭ লক্ষাধিক আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়, গোলকাঠ বনবিট কার্যালয় এবং
কয়লা, পাথর, বারকী নৌকা, বাংলাদেশী মটর ডাল, পটেটো চিপস ও চানাচুর শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম
প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল তছলিম এহসান পিএসসি।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: সুনামগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ পেশাদার ব্যবসায়ী আটক - দ্যা বাংলা ওয়াল
Pingback: বানিয়াচংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খাদে - দ্যা বাংলা ওয়াল
Pingback: বেনাপোলে রফতানি পণ্য বোঝাই শত শত ট্রাক আটকে পড়েছে - দ্যা বাংলা ওয়াল