দুই দিনে ভারতে গেলো ২৮৭ টন ৮৪০ কেজি ইলিশ
দুই দিনে ভারতে গেলো ২৮৭ টন ৮৪০ কেজি ইলিশ। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চার হাজার ৬ শ‘ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়।
সে লক্ষে দুই দিনে দুই লাখ ৮৭ হাজার ৮৪০ কেজি (২৭৮ টন ৮৪০ কেজি) ইলিশ মাছ ভারতে গেল।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১ টা পর্যন্ত দুই লাখ ৯ হাজার কেজি (২০৯ মেট্রিক টন) ইলিশ মাছ বেনাপোল চেকপোস্ট দিয়ে
ভারতে প্রবেশের গেটপাশ (আইজিএম) হয়েছে। এর আগে বুধবার ভারতে গেছে ৭৮ টন ৮৪০ কেজি ইলিশ।
পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে প্রিয় হলেও দেশের চাহিদা বিবেচনায় বিভিন্ন সময় তা রপ্তানি বন্ধ রাখে বাংলাদেশ সরকার।
২০১২ সালের আগে ভারতে ইলিশ রপ্তানি করা হতো। তবে ইলিশের উৎপাদন কমে যাওয়ায় ২০১২ সালের পর রপ্তানি বন্ধ করে দেওয়া হয়।
গত বছরও দুর্গাপূজা উপলক্ষে এক হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছিল সরকার। এরপর থেকে আবারও বন্ধ থাকে রপ্তানি।
শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান জানান, ইলিশ রপ্তানি নিষিদ্ধ হলেও দুর্গাপূজা উপলক্ষে
এবার ৪০ মেট্রিক টন করে ১১৫টি প্রতিষ্ঠানকে চার হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
ভারতে কারাভোগ শেষে ফিরেছে ভারতে পাচার হওয়া দুই নারী
এর মধ্যে ২০ সেপ্টেম্বর ৫২ টি প্রতিষ্ঠানকে দুই হাজার ৮০ মেট্রিক টন ও ২৩ সেপ্টেম্বর ৬৩টি প্রতিষ্ঠানকে
দুই হাজার ৫২০ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানির অনুমতি দেন।
তারই ধারাবাহিকতায় বুধবার ইলিশের প্রথম চালান ৭৮ হাজার ৮৪০ কেজি ও বৃহস্পতিবার দ্বিতীয় চালানে ২০৯ মেট্রিক টন ইলিশ ভারতে প্রবেশ করেছে।
পর্যায়ক্রমে বাকি ইলিশ রপ্তানি হবে। আগামী ১০ অক্টোবরের মধ্যে সব ইলিশ রপ্তানির নির্দেশনা রয়েছে।
ইলিশ মাছ রপ্তানিকারক প্রতিষ্ঠান অর্পিতা ট্রেড ইন্টারন্যাশনাল এর মালিক বিশুদানন্দা আচার্জী বলেন,
এবার ভারতে চার হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করা হবে।
প্রতি কেজি ইলিশের রফতানি মূল্য ১০ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রতি কেজি ৮৫০ টাকা।
বেনাপোল ট্রাকের ধাক্কায় হেলপার নিহত
ভারত ও বাংলাদেশ দুই দেশের কাস্টমস থেকে শুল্কমুক্ত সুবিধায় ইলিশের এ চালান ছাড় করানো হচ্ছে। ইলিশের রফতানিকারক প্রতিষ্ঠান হলো ১১৫টি।
তিনি আরো বলেন, ১০ অক্টোবরের মধ্যে সকল ইলিশ মাছ রপ্তানির নির্দেশনা থাকলেও সরকার ৪ অক্টোবর থেকে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ ঘোষনা করেছেন।
এর ফলে রফতানিকারকরা কি ভাবে এত পরিমাণ ইলিশ এ সময়ের মধ্যে ভারতে রপ্তানি করতে পারবে সেটাই ভাববার বিষয়।
বেনাপোল কাস্টম হাউজের উপ কমিশনার মোস্তাফিজুর রহমান জানান,
ইলিশ রপ্তানির দ্বিতীয় চালান বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেছে। বুধবার প্রথম চালান ভারতে গেছে।
দুই দিনে ভারতে গেলো দ্রুত রপ্তানির জন্য কাস্টমসের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: নড়াইলে ইজিবাইক চলাচল ২৪ ঘন্টা বন্ধ, পুনরায় চালু - দ্যা বাংলা ওয়াল
Pingback: যশোরে গণপিটুনির শিকার রবিউলের ‘পুলিশ হেফাজতে’ মৃত্যু - দ্যা বাংলা ওয়াল