বেনাপোল ট্রাকের ধাক্কায় হেলপার নিহত
বেনাপোল পৌর ট্রাক টার্মিনালে সামনে ট্রাকের ধাক্কায় রওশন আলী (২৫) নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সে নিহত হন।
নিহত রওশন আলী কুমিল্লা জেলার দাউদকান্দি থানার সিরাজচর গ্রামের আব্দুল আলীর ছেলে।
বেনাপোল পোর্ট থানার এসআই সোহেল রানা জানান, নিহত রওশন ট্রাক রেখে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল।
শার্শায় বাল্য বিবাহ প্রতিরোধে এ্যাডভোকেসী সভা
ভারতে কারাভোগ শেষে ফিরেছে ভারতে পাচার হওয়া দুই নারী
বেনাপোল ট্রাকের ধাক্কায় এ সময় বেনাপোলমুখী একটি ট্রাক (ঢাকা মেট্রো ন-১৩-৬১৩৩) তাকে ধাক্কা দিলে সে মারাত্মক ভাবে আহত হয়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘাতক ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। ট্রাকটি শ্রমিক ইউনিয়নের দায়িত্বে রাখা হয়েছে বলে তিনি জানান।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: দুই দিনে ভারতে গেলো ২৮৭ টন ৮৪০ কেজি ইলিশ - দ্যা বাংলা ওয়াল
Pingback: নড়াইলে ইজিবাইক চলাচল ২৪ ঘন্টা বন্ধ, পুনরায় চালু - দ্যা বাংলা ওয়াল