দেশব্যাপীপরিবেশ ও সমাজজীবনশৈলীশিরোনামসর্বশেষসব খবর

ছাত্রলীগ নেতা হাসান জামান লালনের ২৫তম মৃত্যু বার্ষিকী

কুষ্টিয়া প্রতিনিধি: ছাত্রলীগ নেতা হাসান জামান লালনের ২৫তম মৃত্যু বার্ষিকী

আগামী ২৯ সেপ্টেম্বর কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক জিএস

অমিত সম্ভাবনার তরুন ছাত্র নেতা প্রয়াত হাসান জামান লালনের ২৫তম মৃত্যু বার্ষিকী।

এ উপলক্ষ্যে বিভিন্ন সংগঠন তাঁর মৃত্যুতে ব্যাপক কর্মসূচীর আয়োজন করেছে।

কুষ্টিয়া শহরের বিশিষ্ট সমাজসেবী ও কুষ্টিয়া পৌর এলাকার মিলপাড়া ওয়ার্ডের সাবেক সফল কমিশনার ও কুষ্টিয়া পৌরসভার সর্বপ্রথম জনগণের ভোটে নির্বাচিত

প্রয়াত চেয়ারম্যান ম. আ. রহিম আর মাতা জাহানারা রহিমের চার ছেলে মেয়ের মধ্যে হাসান জামান লালন ছিল সর্ব কনিষ্ঠ এবং সকলের খুব প্রিয়।

এই শহরের বিশিষ্ট সমাজ সেবক প্রয়াত জেহের আলী মন্ডল সাহেবের নাতী হাসান জামান লালন খুব ছোট থেকেই ছিলেন একটু রাজনীতি সচেতন ও প্রগতিশীল।

১৯৭২ সালে ২৫ সেপ্টেম্বর এ রকম আশ্বিনের শুভ দিনে পৈত্রিক নিবাস মীর মোশাররফ হোসেন সড়কের ছায়ানীড়ে হাসান জামান লালনের জন্ম হয়।

১৯৮০ সালে শহরের মিশন স্কুলে লালন ১ শ্রেণিতে ভর্তি হবার মধ্যে তার শিক্ষা জীবনের শুরু হয়।

এরপর হাসান জামান লালন কুষ্টিয়া জিলা স্কুলে ভর্তি হন। ১৯৯০ সালে জিলা স্কুল থেকে কৃতিত্বের সাথে এস.এস.সি পাশ করেন।

১৯৯২ সালে কুষ্টিয়া সরকারী কলেজ থেকে এইচ.এ.সি পাশ করেন এবং ১৯৯২-৯৩ শিক্ষাবর্ষে কুষ্টিয়া সরকারী কলেজে রাষ্ট্র বিজ্ঞান (সম্মান) শ্রেণিতে ভর্তি হন।

অবশ্য ১৯৯০ সাল থেকেই তিনি কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাথে সম্পৃক্ত হন।

এই সুবাদে ১৯৯১ তে তিনি সন্ত্রাস ও সা¤প্রদায়িক বিরোধী আন্দোলনের সাথে নিবিড় ভাবে যুক্ত হন।

রাজনৈতিক মেধা ও মননশীলতার জন্য হাসান জামান লালন ১৯৯২ সালে জেলা ছাত্রলীগের গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পান।

এরপর ১৯৯৩ সালে তিনি কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং আমৃত্যু তিনি এ দায়িত্ব পালন করেন।

পারিবারিক পরিচয়ে হাসান জামান লালন এই শহরের প্রখ্যাত সমাজ সেবক ও সজ্জন ব্যক্তিত্ব জনাব জেহের আলী মন্ডলের পৌত্র।

মন্ডল পরিবার কুষ্টিয়া শহরের একটি প্রগতিশীল পরিবার হিসাবে বিশেষভাবে পরিচিত।

স্যামসন এইচ চৌধুরীর সড়কের নামকরণের উদ্বোধন

হাসান জামান লালনের প্রয়াত পিতা ম. আ. রহিম ছিলেন অতিশয় সজ্জন, অমায়িক ও সর্বজন শ্রদ্ধেয় এক সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

যিনি ছিলেন কুষ্টিয়া পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান। হাসান জামান লালনের চাচা ছিলেন কুষ্টিয়ার বিশিষ্ট লেখক ও গবেষক ম. মনিরুজ্জামান।

ছাত্রলীগ নেতা হাসান জামান লালনের বড় ভাই আখতারুজ্জামান একজন ব্যবসায়ী ও দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালক।

দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সাবেক পরিচালক রাকিবুজ্জামান সেতুর চাচা।

হাসান জামান লালনের জন্ম এবং বেড়ে ওঠা একটি সাংস্কৃতিক পরিমন্ডলের মধ্যে।

প্রগতিশীল ও সাংস্কৃতিবান মন্ডল পরিবারকে ঘিরেই পরিচালিত হয়েছে আড়ুয়াপাড়া তরুণ সংঘ পাঠাগার এবং মিতালী পরিষদের মত সাংস্কৃতিক সংগঠন।

এই পরিবেশের মধ্যে হাটি হাটি পা-পা করে লালন মিশন ও জিলা স্কুলের গন্ডি পেরিয়ে ১৯৯০ তে প্রবেশ করে কুষ্টিয়া সরকারী কলেজে।

তামাকমুক্ত বাংলাদেশে শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি

তরুণ লালন কুষ্টিয়া সরকারি কলেজের বৃহৎ পরিমন্ডলে ছাত্র-ছাত্রী, ছাত্র সংগঠন এবং শিক্ষকদের সহচর্যে ধীরে ধীরে বিকশিত হয়ে পরিণত হন

এক প্রতিশ্রæতিশীল এবং সম্ভাবনাময় তরুন নেতৃত্বে।

কেবল মাত্র ছাত্রলীগের কলেজ কমিটিতেই নয়, জেলা ছাত্রলীগের এক সম্ভাব্য নেতৃত্বে পরিণত হন হাসান জামান লালন।

আমাদের দূর্ভাগ্য ১৯৯৬ সালে ২৯ শে সেপ্টেম্বর এই সম্ভাবনাময় তরুনের জীবন অবসান ঘটে।

ছাত্রলীগ নেতা হাসান জামান ভারতে দার্জিলিং এ ভ্রমন করতে গিয়ে টাইগার হিলে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনি নিহত হন।

দীর্ঘ ২৪টি বছর অতিক্রান্ত হলেও তরুন এ ছাত্র নেতার স্মৃতি কেবল তার পরিবারের মধ্যে নয় আমাদের মধ্যেও সমুজ্জল হয়ে রয়েছে।

তাঁর মৃত্যু দিবসে বিদেহী আত্মার শান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে যেমন দোয়া প্রার্থনার আয়োজন করা হয়েছে,

তেমনি সর্ব সাধারনের পক্ষ থেকে তার স্মৃতি চারণ ও বিদেহী আত্মার মাগফেরাত কামনায় তার স্মরণে বাদ মাগরিব

আড়–য়াপাড়া ছাখাবী মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

উক্ত মিলাদ মাহফিলে উপস্থিত থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার জন্য পৌরবাসী ও

শুভানুধ্যায়ীদের প্রতি তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

/ সুজন কর্মকার

http://shopno-tv.com, http://thebanglawall.com
প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।
www.thebanglawall.com
দ্যা বাংলা ওয়াল, The Bangla Wall, www.thebanglawall.com
দ্যা বাংলা ওয়াল, The Bangla Wall, www.thebanglawall.com
www.thebanglawall.com
www.thebanglawall.com

2 thoughts on “ছাত্রলীগ নেতা হাসান জামান লালনের ২৫তম মৃত্যু বার্ষিকী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *