দেশব্যাপীব্যবসা বাণিজ্যপরিবেশ ও সমাজপশ্চিমবঙ্গশিরোনামসর্বশেষসব খবর

ঢাকার ইলিশ রফতানির শর্তে শঙ্কায় কলকাতা

ঢাকার ইলিশ রফতানির শর্তে শঙ্কায় কলকাতা।

শারদীয়া দূর্গাপূজার উপহার হিসেবে পশ্চিমবঙ্গে ইলিশ রফতানির যে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ তাতে গতবারের মত এবারও উচ্ছসিত কলকাতা।

এবার সেই উচ্ছাসের মাত্রা আরও বেশি, কারণ গতবারের চেয়ে এবার প্রায় দ্বিগুণ ইলিশ ঢাকা থেকে কলকাতা যাচ্ছে।

তবে বাংলাদেশ সরকারের সাম্প্রতিক এক সিদ্ধান্তে সেই আশার প্রদীপ নিভে যাওয়ার অবস্থা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতের পত্র পত্রিকা।

গত সোমবার (২০ সেপ্টেম্বর) ২ হাজার ৮০ মেট্রিক টন ইলিশ ভারতে রফতানির অনুমতি দেয় বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়।

গত বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) আরও ২ হাজার ৫২০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়েছে।

এ নিয়ে দুই দফায় ভারতে মোট ৪ হাজার ৬০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিলো বাণিজ্য মন্ত্রণালয়।

তবে এক্ষেত্রে কয়েকটি শর্ত বেঁধে দিয়েছে মন্ত্রণালয়। বলা হয়েছে, রপ্তানি নীতি ২০১৮-২০২১ এর বিধি-বিধান অনুসরণ করতে হবে,

শুল্ক কর্তৃপক্ষ দ্বারা রপ্তানিকৃত পণ্যের কায়িক পরীক্ষা করাতে হবে, প্রতিটি কনসাইনমেন্ট শেষে রপ্তানি সংক্রান্ত কাগজপত্র রপ্তানি-২ অধিশাখায় দাখিল করতে হবে,

অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি রপ্তানি করা যাবে না।

যশোরে তিন উপজেলায় ১৯ ক্লিনিক ডায়াগনস্টিক সিলগালা

অবশ্য এসব শর্ত নয়, ভারতীয়দের জন্য ঝামেলা হয়ে দাঁড়িয়েছে রপ্তানি অনুমতির সময়সীমা। সোমবারের আদেশে অনুমতির মেয়াদ ১০ অক্টোবর পর্যন্ত বলা হয়েছিল।

কিন্তু বৃহস্পতিবারের আদেশে তা কমিয়ে ৩ অক্টোবর বলা হয়েছে।

নতুন এই ঘোষণার প্রধান কারণ আগামী ৪ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ১৮ দিন ইলিশ মাছ ধরা, আহরণে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশের মৎস্য অধিদফতর।

ফলে ব্যাপারটি দাঁড়িয়েছে এরকম পশ্চিমবঙ্গে ইলিশ যা রফতানি করার, তা করতে হবে ৩ অক্টোবরের মধ্যে।

শার্শায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ

পশ্চিমবঙ্গ রাজ্যের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সচিব সৈয়দ আনোয়ার মকসুদ বলেন, ‘ইলিশ বাজার এবং পরিকাঠামোর যা অবস্থা,

তাতে গড়ে এক দিনে ওপার বাংলায় বড়জোর ৫০ মেট্রিক টন পদ্মার ইলিশ ঢুকতে পারে।

৩ অক্টোবরের মধ্যে ঢাকার উপহারের সামান্য ইলিশই ঢুকতে পারবে।’

এই সমস্যা সমাধানে ইতোমধ্যে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনার মোহম্মদ ইমরানের সঙ্গে দেখা করেছেন সৈয়দ আনোয়ার মকসুদ।

তার কাছে আর্জি জানিয়েছেন আপাতত ৩ অক্টোবর পর্যন্ত যা ইলিশ আসার কথা আসুক।

ঢাকার ইলিশ রফতানির শর্তে কিন্তু ২২ অক্টোবরের পরে ঢাকার ঘোষণা অনুযায়ী ধাপে ধাপে বাকি ইলিশও ঢুকতে দেওয়া হোক।

গত বুধবার ও বৃহস্পতিবার দু‘দিনে বাংলাদেশ থেকে ২৮৭ টন ৮৪০ কেজি ইলিশ গেছে পশ্চিমবঙ্গে।

কলকাতা ও রাজ্যের অন্যান্য অঞ্চলে বর্তমানে সাইজ অনুযায়ী ৭০০ থেকে ১৩০০ টাকায় বিক্রি হচ্ছে এক একটি ইলিশ।

গতবছর দূর্গাপূজা উপলক্ষে পশ্চিমবঙ্গে এক হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ পাঠানো হয়েছিল।

এবার পাঠানো হচ্ছে ৪ হাজার ৬০০ টন, অর্থাৎ তার দ্বিগুণেরও বেশি ইলিশ।

/ মোঃ জামাল হোসেন

http://shopno-tv.com, http://thebanglawall.com
প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।
www.thebanglawall.com
দ্যা বাংলা ওয়াল, The Bangla Wall, www.thebanglawall.com
দ্যা বাংলা ওয়াল, The Bangla Wall, www.thebanglawall.com
www.thebanglawall.com
www.thebanglawall.com

বেনাপোল (যশোর) করেসপনডেন্ট

Md. Jamal Hossain Mobile: 01713-025356 Email: jamalbpl@gmail.com Blood Group: Alternative Mobile No: Benapole ETV Correspondent

One thought on “ঢাকার ইলিশ রফতানির শর্তে শঙ্কায় কলকাতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *