প্রধানমন্ত্রীর জন্মদিনে ভালুকায় আওয়ামীলীগের মিলাদ মাহ্ফিল
প্রধানমন্ত্রীর জন্মদিনে ভালুকায় আওয়ামীলীগের মিলাদ মাহ্ফিল দোয়া ও কেক কাটা।
বর্তমান সরকারের সফল প্রধান মন্ত্রী,বাংলার অবহেলিত মানুষের ভাগ্য বদলের রুপকার, বিশ্ব শান্তির অগ্রদূত, মানবতার মমতাময়ী মা এবং
বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি, জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগ ভালুকা উপজেলা শাখা সহ অঙ্গ ও
সহযোগী সংগঠনের যৌর্থ উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহ্ফিল, প্রিয় নেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত ও কেক কাটা হয়েছে।
মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর সকালে ভালুকা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এই কর্মসুচি পালন করা হয়।
এতে ময়মনসিংহ সংরক্ষিত মহিলা আসনের এমপি, মনিরা সুলতানা মনি, বাংলাদেশ আওয়ামীলীগ ভালুকা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি
এডভোকেট শওকত আলী, সাধারন সম্পাক ও সাবেক উপজেলা চেয়ারম্যান বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা আলহাজ্ব গোলাম মোস্তফা,
যুগ্ন সাধারন সম্পাদক ওমর হায়াত খান নঈম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ফকির, দপ্তর সম্পাদক কাজিম উদ্দিন, সদস্য আফতাব উদ্দিন পাঠান,
উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক এজাদুল হক পারুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুন, সাধারন সম্পাদক সাহারিয়ার সজিব,
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাদেকুর রহমান তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কালিগঞ্জে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই আহত
ভালুকা বাসষ্ট্যান্ড চত্বরে স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ে পবিত্র কোরআন তালাওয়াতের মধ্যদিয়ে প্রধান মন্ত্রীর জন্মদিন পালনের কর্মসুচি শুরু হয়।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মময় জীবনের উপর আলোচনা করা হয়।
আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাতের পর বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ৭৫তম জন্ম দিনের কেক কাটা হয়।
এতে দলীয় নেতাকর্মীদের পাশা-পাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষও অংশ নেয়।
এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ভালুকা উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগের দলীয় অঙ্গ ও
সহযোগি সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মিলাদ মাহ্ফিল, দোয়া ও আলোচনা সভাসহ বৃক্ষরোপন কর্মসুচি পালন করছে।
এই উপলক্ষে ভালুকা সরকারী কলেজ, পাইলট উচ্চ বিদ্যালয়, হালিমুন নেসা বালিকা উচ্চ বিদ্যালয়, সমলা তাদের উচ্চ বিদ্যালয়,
শহীদ নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজ, কাচিনা উচ্চ বিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গনে বৃক্ষ রোপন কর্মসুচি পালন করা হয়েছে।
এমপি রবির সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময়
ভালুকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সম্ভাব্য সভাপতি প্রার্থী
আলহাজ্ব গোলাম মোস্তফা জানান, আমাদের প্রিয় অভিভাবক বাংলার সফল প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে
প্রধানমন্ত্রীর জন্মদিনে ভালুকায় প্রতিটি ইউনিয়নে দিন ব্যাপী কর্মসুচি পালন করা হচ্ছে।
উনার ৭৫ তম জন্মদিনকে ঘিরে দির্ঘহীন ঝিমিয়ে থাকা আওয়ামলীগের তৃণমূল কর্মীরা প্রাণ ফিরে পেয়েছে।
দলের আগামী সম্মেলন ত্যাগী ও পরিক্ষিত নেতা কর্মীদের মতামতের ভিত্তিতেই যোগ্য নেতৃত্ব বের করে আনার আসার আশাবাদও ব্যক্ত করেন ত্যাগি ওই নেতা।
Pingback: মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাবিতে বৃক্ষরোপণ - দ্যা বাংলা ওয়াল
Pingback: রাজশাহীতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা - দ্যা বাংলা ওয়াল