শার্শায় সড়ক দূর্ঘটনায় ২জন নিহত
শার্শায় সড়ক দূর্ঘটনায় ২জন নিহত। যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় মাহেন্দ্রা (তিনচাকার গাড়ি) চালকসহ দুই জন নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের শার্শার নীলকান্ড মোড় নামক স্থানে ঘটনাটি ঘটে।
নিহত মাহেন্দ্রা চালক নুরু গাইন (৪৫) শার্শার বাগআঁচড়া সাতমাইল গ্রামের রহিম বক্সের ছেলে ও অপরজন মাহেন্দ্রার যাত্রী
রাকিবুল ইসলাম রাকিব (১৮) শার্শার সামটা গ্রামের মফিজুর রহমানের ছেলে।
শার্শার পল্লীতে ২০০ মৎস্যজীবি পরিবার বেকার
নাভারণ হাইওয়ে পুলিশের নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান আসাদ বলেন,
বাগআঁচড়া থেকে ছেড়ে আসা নাভারনমুখি একটি মাহেন্দ্রা নীলকান্ত মোড় নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা
একটি খালি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনাসামনি ধাক্কা দেয়।
শার্শা বেনাপোলে ২৯ মন্ডপে দুর্গোৎসবের প্রস্তুুতি
এতে নুরু ও রাকিব মারাত্মক ভাবে আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়।
ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও তার সহকারি পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: রাজশাহীতে হিন্দু পরিবারের জমি জোর করে দখলের অভিযোগ - দ্যা বাংলা ওয়াল
Pingback: রাজশাহীতে নারী দিয়ে ফাঁদ পেতে প্রতারণা: ৩ জন আটক - দ্যা বাংলা ওয়াল
Pingback: রাজশাহীতে নারী দিয়ে ফাঁদ পেতে প্রতারণা: ৩ জন আটক - দ্যা বাংলা ওয়াল