যশোর শিক্ষাবোর্ডে জালিয়াতি করে কোটি টাকা লোপাট
যশোর শিক্ষাবোর্ডে চেক জালিয়াতি করে আড়াই কোটি টাকা লোপাট, তদন্ত কমিটি।
যশোর শিক্ষা বোর্ডের ১০ হাজার ৩৬ টাকার ভ্যাট ও আয়করের চেক জালিয়াতি করে প্রতারক চক্র
২ কোটি ৫০ লাখ ৪৪ হাজার ১০ টাকা উত্তোলন করেছে বলে অভিযোগ উঠেছে।
ফাস্টসিকিউরিটি ইসলামী ব্যাংকে চেক জমা দিয়ে যশোর বোর্ড অফিসের সোনালী ব্যাংক বিআইএসই শাখা থেকে টাকাগুলো উত্তোলন করা হয়।
এরমধ্যে ৭টি চেকের টাকা ভেনাস প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের নামে ও শাহী লাল স্টোরের নামে দুটি চেক জমা দিয়ে এ টাকা উত্তোলন করা হয়েছে।
বোর্ডের আর্থিক বছর শেষে ব্যাংকের সাথে আয় ব্যয় যাচাই করার সময় এটি ধরা পড়েছে বলে জানিয়েছেন বোর্ডের অডিট অফিসার আব্দুস সালাম আজাদ।
এ বিষয়ে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বোর্ডে হিসাব বিভাগের উপপরিচালক (হিওনি) এমদাদুল হক জানান, গত বছরের ৮ জুলাই বোর্ড থেকে
ভেনাস প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের নামে ২ হাজার ৫শ টাকার আয়কর চেক ইস্যুকরা হয়।
ভারত থেকে দেশে ফিরল ২০ বাংলাদেশি কিশোর-কিশোরী
একই মাসের ৩০ তারিখে ওই টাকা বিপরীতে জালিয়াতি করে ২৫ লাখ ৮০ হাজার ১০ টাকা উত্তোলন করা হয়েছে।
একই প্রতিষ্ঠানের নামে ২০ সালের ১২ আগস্ট ১ হাজার ২০৭ টাকার ভ্যাটের চেক ইস্যুকরা হয়।
পরবর্তী মাসে ভাটের চেকের বিপরীতে ২৮ সেপ্টেম্বর ১৫ লাখ ৪২ হাজার টাকা উত্তোলন করা হয়।
একই বছরের ২৪ আগস্ট শাহী লাল স্টোরের নামে আয়কর বাবদ ৬শ টাকার চেক ইস্যু করে বোর্ড।
২৬ অক্টোবর ৬শ টাকার চেকের বিপরীতে উত্তোলন করা হয় ৩৫ লাখ ৯০ হাজার টাকা।
একই প্রতিষ্ঠানের নামে ১৬ নভেম্বর আয়কর বাবদ ৬৭৮ টাকার চেক ইস্যু করা হয়।
১৭ই ডিসেম্বর ওই টাকার বিপরীতে উত্তোলন করা হয় ২৫ লাখ ৪২ হাজার টাকা। ভেনাস প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের নামে
বোর্ডের ইস্যু করা ভ্যাটের ৬শ টাকার চেকের বিপরীতে ১৫ লাখ ৯৮ হাজার টাকা, এবছরের একই প্রতিষ্ঠানের নামে ৬মে ভ্যাটের ৯৯৬ টাকার বিপরীতে
৩৫ লাখ ৯৮ হাজার টাকা, ২৯ জুন ভ্যাটের ১ হাজার ৭২৫ টাকার বিপরীতে ৪২ লাখ ৯৮ হাজার টাকা ৩০ জুন ভ্যাটের নামে ইস্যুকৃত ১ হাজার ৮০ টাকার
চেকের বিপরীতে ৩৫ লাখ ৯৮ হাজার টাকা গত ১৩ সেপ্টেম্বর আয়করের ৬৫০ টাকার বিপরীতে
১৬ লাখ ৯৮ হাজার টাকা চেক জালিয়াতি করে উত্তোলন করে নেয়া হয়েছে।
হিসাব বিভাগের উপপরিচালক এমদাদুল হক জানান,বোর্ড থেকে এ চেক জালিয়াতি হয়নি। জালিয়াতি করা হয়েছে বাইরের থেকে।
রাসিকের ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে বিজয়ী রাসেল জামান
বোর্ড অফিস বি আইএসই শাখা সোনালী ব্যাংকের ব্যবস্থাপক শাহিদুর রেজা জানান, ভেনাস প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের ফকিরাপুর মতিঝিলের নামে
চেক ফাস্টসিকিউরিটি ইসলামী ব্যাংকের যশোর শাখায় ৭টি চেক ও ইসলামী ব্যাংক যশোর ব্রাঞ্চে শাহী লাল স্টোরের নামে দুটি চেক জমা দেয়া হয়।
৭টি চেক বাংলাদেশ ব্যাংক থেকে ক্লিয়ারেন্স পাওয়ার পর আমরা ক্লিয়ারেন্স দেয়ার পর ব্যাকে টাকা ঢুকে যায়। ক্লিয়ারেন্স পাওয়ার পর টাকা দেয়া হয়েছে।
চেক ফাস্টসিকিউরিটি ব্যাংক যশোর শাখায় ম্যানেজার নিয়াজ হাসান জানান, তার ব্যাংকের সোরালী ব্যাংকের চেক জমা দেয়া হয়।
চেক সঠিক পেয়ে টাকা জমা করা হয়। পরে হয়তো জালিয়াতি হয়েছে। এঘটনা আগে জানতাম না। পরে জানতে পারি।
যশোর শিক্ষাবোর্ডে জালিয়াতি ইসলামী ব্যাংক যশোর ব্যাঞ্চে জমা পড়ে শাহী লাল স্টোরের নামে দুটি চেক।
এ ব্যাপারেইসলামী ব্যাংক যশোর শাখার ম্যানেজারের মোবাইলে কল দিলে বন্ধ পাওয়া যায়।
জমা দেয়ার দায়িত্বে ছিলেন হিসাব সহকারী আব্দুস সালাম পলাতক রয়েছে।
এদিকে জালিয়াতি করে আড়াই কোটি টাকা উত্তোলনের ঘটনা তদন্তের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটির আহবায়ক কলেজ পরিদর্শক কেএম রব্বানী,সদস্য বিদ্যালয় পরিদর্শক ড. বিশ্বাস শাহীন আহমেদ, হিসাব বিভাগের উপপরিচালক এমদাদুল হক,
উপসচিব প্রশাসন(প্রশাসন) জাহাঙ্গীর আলম ও বোর্ড অফিস সোনালী ব্যাংকের ম্যানেজার শাহিদুর রেজা।
বোর্ডে সচিব প্রফেসর এএমএইচ আলি আর রেজা জানান পাঁচ সদস্য বিশিষ্ট কমিটির সদস্য
চেক জালিয়াতির ঘটনা তদন্ত করে পাঁচ কর্মদিবসে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রথমে এবিষয়ে থানসায় জিডি করা হবে ।
পরে করা হবে মামলা।এ ব্যাপারে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোল্লা আমীর হোসেন বলেন, হিসাব শাখা থেকে জানতি পারি চেক জালিয়াতি হয়েছে।
ইস্যুকৃত চেকের মুড়ি বই যে টাকা লেখা ছিল। তার চেয়ে বেশি টাকা জালিয়াতি করে তুলে নেয়া হয়েছে।
কম্পিউটারের মুড়িবই ও চেক প্রিন্ট করে বের করা হয়। সেখানে টাকার অংক লেখার সুযোগ থাকে না।
চেয়ারম্যান কক্ষে সাংবাদিকদের উদ্দেশে শিক্ষা র্বো এমপ্লয়িজ ইউনিয়নের সাধারন সম্পাদক আসাদুজ্জামান বাবলু জানান,
বোর্ডের বিভিন্ন দুর্নীতির সাথে চেয়ারম্যানের সখ্যতা আছে। সেই ধারাবাহিকতায় এই চেক জালিয়াতির ঘটনা ঘটেছে।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: ফুলবাড়ীতে নিজ বাল্যবিবাহ প্রতিরোধ করা ছাত্রীকে সংবর্ধনা - দ্যা বাংলা ওয়াল
Pingback: তালায় করোনায় আক্রান্ত মৎস্য ব্যবসায়ী আব্দুর রহমানের মৃত্যু - দ্যা বাংলা ওয়াল