কেরাণীগঞ্জে র্যাবের হেরোইন ও অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরাণীগঞ্জে র্যাবের হাতে ৩২ লাখ টাকার হেরোইন ও অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।
ঢাকার কেরানীগঞ্জে ৩২ লাখ টাকার হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব ১০ এর কেরানীগঞ্জ ক্যাম্প।
রবিবার ১০ অক্টোবর দুপুরে কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
র্যাব ১০ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১০ অক্টোবর দুপুরে কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করেন র্যাব।
সাতক্ষীরায় র্যাবের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
অভিযানে আনুমানিক ৩২,২০,০০০/- (বত্রিশ লক্ষ বিশ হাজার) টাকা মূল্যের ৩২২ গ্রাম হেরোইনসহ ০২ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নাম যথাক্রমে মোঃ শাওন উদ্দীন (২৭) ও মোঃ সাইদুর রহমান (১৯)।
এসময় তাদের নিকট থেকে ২টি ওয়ান শুটারগান, ৩টি কার্তুজ (গুলি), ১টি সুইচ গিয়ার চাকু ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পূজার নতুন গানে মন মাতালেন অপরুপ বিশ্বাস ও এসবি সুমা
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা অস্ত্রধারী সন্ত্রাসী ও পেশাদার মাদক ব্যবসায়ী।
তারা বেশ কিছুদিন যাবৎ ঢাকা-মাওয়া হাইওয়ে ও কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই,
মাদক ব্যবসাসহ অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে জানা যায়।
কেরাণীগঞ্জে র্যাবের হেরোইন সহ গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে দক্ষিন কেরানীগঞ্জ র্যাব সদস্য বাদী হয়ে থানায় নিয়মিত মামলা রজু করা হয়েছে।
Pingback: শিক্ষক কারাগারে ফেসবুকে নিন্দা ও প্রতিবাদের ঝড় - দ্যা বাংলা ওয়াল