কালিগঞ্জে ভূমি অফিসের দালালকে ১ মাসের কারাদণ্ড
কালিগঞ্জে ভূমি অফিসের দালালকে ১ মাসের কারাদণ্ড।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা ভূমি অফিসে অভিযান চালিয়ে এক দালালকে আটক করেছে পুলিশ।
পরবর্তীতে জমিন উল্লাহ কারিকর (৪০) নামে ওই দালালকে ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন
উপজেলা নিবার্হী অফিসার খন্দকার রবিউল ইসলাম। সে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর এলাকার জামাত আলীর ছেলে।
সূত্র জানান, কালিগঞ্জ উপজেলা ভূমি অফিসে দীর্ঘদিন যাবত ভূমি কর্মকর্তা না থাকায়
উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
কুষ্টিয়ায় দপ্তরী সমিতির প্রয়াত সদস্যবৃন্দের স্মরণে আলোচনা
সম্প্রতি ভূমি অফিসে নামজারিসহ জমি-জমা সংক্রান্ত কাজে গেলে ভোগান্তির স্বীকার হতে হয় সাধারণ মানুষদের এমনই অভিযোগ ভুক্তভোগীদের।
ওই চক্র ভূমি অফিসের প্রধান সহকারি নজরুল ইসলামসহ অফিসের স্টাফদের ম্যানেজ করে চালাচ্ছিলো জম-জমাট ঘুষ বাণিজ্য।
কৃষিতে নারীদের সুবিচারের দাবিতে কালিগঞ্জে র্যালি ও সভা
এসব অভিযোগের প্রেক্ষিতে বুধবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান,
উপ-পরিদর্শক মনির হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন।
কালিগঞ্জে ভূমি অফিসের দালালকে ওই সময়ে বিভিন্ন কাগজপত্রসহ দালাল জমিন উল্লাহকে আটক করে।
পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে
জমিন উল্লাহকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
Pingback: নওগাঁয় শত্রুর দেয়া আগুনে পুড়লো ২৮ ছাগল - দ্যা বাংলা ওয়াল