ঝিকরগাছায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
ঝিকরগাছায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত।
যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার গদখালীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যার দিকে গদখালী কোল্ড স্টোরের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার শার্শা উপজেলার পশ্চিম কোটা গ্রামের মুনসুর আলী ছেলে আলমগীর হোসেন (৪৫) ও
সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বিখালী গ্রামের মশিউর রহমানের ছেলে মেহেদি হাসান মিলন (৩৫)।
ভারতগামী যাত্রী নেই তাই বন্ধ ‘বেনাপোল এক্সপ্রেস’
গদখালি ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, সন্ধ্যার দিকে মোটরসাইকেল যোগে দুই যুবক বেনাপোলের দিকে যাচ্ছিলো।
কালিগঞ্জ পুজা মন্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী হাবিব
এসময় অপর দিক থেকে আসা একটি ট্রাক গদখালীর রজনীগন্ধা কোল্ড স্টোরের সামনে তাদেরকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সেপেক্টর (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঝিকরগাছায় ট্রাকচাপায় ২ নিহতের পরিচয় পাওয়া গেছে।
তবে তাদের চাপা দেয়া ট্রাকের সন্ধান মেলেনি।
Pingback: মানবতার ডাকে হৃদয়ের বন্ধন ব্লাড ব্যাংকে রক্ত দিন - দ্যা বাংলা ওয়াল