নওগাঁয় শত্রুর দেয়া আগুনে পুড়লো ২৮ ছাগল
নওগাঁয় শত্রুর দেয়া আগুনে পুড়লো ২৮ ছাগল।
নওগাঁ শহরতলি থেকে পাঁচ কিলোমিটার দূরে তালতলীতে একটি ভাসমান রেস্তোরাঁয় আগুন লাগার ঘটনা ঘটেছে।
ওই রেস্তোরাঁর সাথেই পাশের একটি খামারে আগুন ছড়িয়ে পড়লে পুড়ে মারা যায় ২৮টি ছাগল। এতে মালিকের প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আজ বুধবার ১৩ অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার তালতলী বিলে এ আগুন লাগার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই ভাসমান রেস্তোরাঁর মালিক এরশাদ আলী।
তিনি পাশ্ববর্তী চকপ্রাণ গ্রামের বাসিন্দা। পাঁচ বছর আগে ২০১৬ সালে দুবলহাটি সড়কের তালতলী বিলে বাঁশ-কাঠ ও টিন দিয়ে তিনি ওই ভাসমান রেস্তোরাঁ তৈরি করেন।
ওই রেস্তোরাঁয় তিনটি ঘর ছিল। দুটি ঘর সাধারণত তিনি রেস্তোরাঁর কাজে ব্যবহার করতেন। অন্য ঘরটিতে তিনি ২৮টি ছাগল রাখতেন।
কৃষিতে নারীদের সুবিচারের দাবিতে কালিগঞ্জে র্যালি ও সভা
এ ব্যাপারে ওই রেস্তোরাঁ মালিক এরশাদ আলী জানান, প্রতিদিনের মত গতকাল রাত ১১টার দিকে রেস্তোরাঁর কাজ শেষে বাড়ি ফিরি।
আজ ভোর ৬টার দিকে মোবাইলে আমাকে জানানো হয় আমার হোটেলে আগুন লেগেছে। আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
নওগাঁয় শত্রুর দেয়া আগুনে এতে আমার প্রায় ৬ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
কেউ শত্রু তার বশবর্তী হয়ে আগুন দিয়েছে অভিযোগ করে তিনি বলেন, কারো রাগ থাকলে আমার উপর প্রতিশোধ নিতে পারতো।
কালিগঞ্জে ভূমি অফিসের দালালকে ১ মাসের কারাদণ্ড
তবে এই অবলা প্রাণিদের উপর কিসের শত্রুতা? পূর্ব শত্রুতার জেরে কেউ পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে দিয়েছে আমার রেস্তোরাঁয়।
আমি এই জঘন্য কাজের সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই।
নওগাঁ সদর থানার ওসি নজরুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
থানায় অভিযোগ আসলে ঘটনাটি তদন্ত করে দেখা হবে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয় জানিয়ে নওগাঁ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক এ কে এম মুরশেদ জানান,
বাঁশ-কাঠ দিয়ে ওই রেস্তোরাঁটি বানানোর ফলে খুব অল্প সময়ে পুড়ে ছাই হয়েছে।
তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়-তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: ভারতগামী যাত্রী নেই তাই বন্ধ ‘বেনাপোল এক্সপ্রেস’ - দ্যা বাংলা ওয়াল