পাবনায় বাবাকে লাঞ্ছিত করার অভিযোগে ছেলে কারাগারে
পাবনায় বাবাকে লাঞ্ছিত করার অভিযোগে ছেলে কারাগারে।
পাবনার চাটমোহর উপজেলায় বৃদ্ধ বাবাকে মারধরের মামলায় গ্রেফতার ছেলে মজনুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (১৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে জেলা ও দায়রা জজ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতার মজনুর রহমান চাটমোহর সরকারি আরসিএন অ্যান্ড বিএসএন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার ট্রেড ইন্সট্রাক্টর।
এর আগে মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে বাবার কর্মস্থল উপজেলার মহেলা পোস্ট অফিসে গিয়ে তাকে মারধর করেন ছেলে মজনুর রহমান।
পরে রাতে ভুক্তভোগী বাবা আতাউর রহমান বাদী হয়ে চাটমোহর থানায় ছেলের বিরুদ্ধে মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মহেলা পোস্ট অফিসের সাব পোস্ট মাস্টার আতাউর রহমানের ছেলে মজনুর রহমান দীর্ঘদিন ধরে
অন্য ভাই-বোনদের ফাঁকি দিয়ে বাবার সমস্ত সম্পত্তি নিজ নামে রেজিস্ট্রি করে দিতে চাপ দিয়ে আসছিল।
কালিগঞ্জে ভূমি অফিসের দালালকে ১ মাসের কারাদণ্ড
রাজি না হওয়ায় ছেলের হাতে চরমভাবে লাঞ্ছিত হয়েছেন বৃদ্ধবাবা।
বাবাকে লাথি মারা সহ লাঞ্ছিত করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) ভাইরাল হয়েছে।
জেলার চাটমোহর উপজেলার মহেলা বাজারে এঘটনা ঘটেছে। গত কাল বুধবার দুপুরে ভুক্তভোগী বাবা এ ঘটনায় মামলা করেছেন।
পুলিশ ছেলে মজনুর রহমানকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, মহেলা বাজার পোস্ট অফিসে সাব পোস্ট মাস্টার হিসেবে চাকুরী করেন ষাটোর্ধ ওই বাবা।
মঙ্গলবার সকালে মজনুর রহমান তার বাবার অফিসে ঢুকে বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং কিল, ঘুষি ও লাথি মারেন।
এর এক পর্যায়ে পোস্ট অফিসের কাজে ব্যবহৃত মোবাইল ফোনটি বাবার কাছ থেকে জোর করে ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল যোগে পালানোর সময় বাধা দেন বাবা।
বৃদ্ধ বাবা অফিসের মোবাইলটি ফেরত চেয়ে কখনও ছেলের পা ধরে রাখেন, কখনও তার মোটরসাইকেল টেনে ধরেন।
ওই সময় ক্ষুব্ধ ছেলে মজনুর রহমান তার বাবাকে লাথি মারেন। সেইসাথে বাবাকে ধাক্কাধাক্কি করেন।
নওগাঁয় শত্রুর দেয়া আগুনে পুড়লো ২৮ ছাগল
পরে আশপাশের লোকজন এসে মজনুরকে নিবৃত করে তাড়িয়ে দেয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে।
পুলিশ মজনুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়। গতকাল বুধবার দুপুরে বাবার দায়েরকৃত মামলার পর ছেলেকে গ্রেপ্তার দেখানো হয়।
এব্যাপারে অভিযুক্ত মজনুর রহমান বলেন, অভিযোগ সত্য নয়। তার ভাগ্নে পরিকল্পনা করে ভিডিওটি করেছেন।
ভুক্তভোগী বাবা বলেন, ছেলের কাছ থেকে এমন আচরণ তিনি আশা করেননি। মানসিকভাবে কষ্ট পেয়েছি। ঘটনার বিচার দাবি করেছেন তিনি।
চাটমোহর সরকারি আরসিএন অ্যান্ড বিএসএন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস ছালাম বলেন, বিষয়টি খুবই দুঃখজনক ও লজ্জাজনক।
একজন শিক্ষকের কাছ থেকে বাবার প্রতি এমন আচরণ কাম্য নয়। বিষয়টি আমি ইউএনও স্যারকে জানিয়েছি।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, বাবা বাদি হয়ে বুধবার দুপুরে মামলা করেছেন। মামলা নং ১৪।
পাবনায় বাবাকে লাঞ্ছিত করার ছেলে মজনুর রহমানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
চাটমোহর সরকারি আরসিএন অ্যান্ড বিএসএন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম বলেন,
শুনলাম বাবা ছেলের বিরুদ্ধে মামলা করেছেন। আমি মামলার কপি চেয়েছি।
কপি হাতে পাওয়ার পর আমরা কমিটির সদস্যরা বসে এ বিষয়ে কি করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
Pingback: কালিগঞ্জ পুজা মন্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী হাবিব - দ্যা বাংলা ওয়াল
Pingback: ভারতগামী যাত্রী নেই তাই বন্ধ ‘বেনাপোল এক্সপ্রেস’ - দ্যা বাংলা ওয়াল