যশোরে ট্রাক চাপায় মোটরসাইকেল চূর্ণবিচুর্ণ, মামা ভাগ্নে নিহত
যশোরে ট্রাক চাপায় মোটরসাইকেল চূর্ণবিচুর্ণ, মামা ভাগ্নে নিহত।
যশোর-ঝিনাইদহ মহাসড়কের যশোর শহরের খোলাডাঙ্গা সার গোডাউন কাজির বাজার এলাকায় ট্রাকের চাপায় পালসার ব্যান্ডের একটি মোটরসাইকেল চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।
শনিবারের এই সড়ক দুর্ঘটনায় মামা ভাগ্নে নিহত হয়েছে। নিহতরা হলো খড়কি পীরবাড়ি এলাকার নুর ইসলামের ছেলে
মাসুদ আলম রোহান (১৮) ও চাঁচড়া এলাকার সাহাঙ্গীর হোসেনের ছেলে প্লাবন ওরফে শ্রাবণ (১৩)।
রাসিফ হোসেন (১৪) নামে আরও একজন আহত হয়েছে। সে গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত রোহানের ভাই ওয়াসিম হোসেন জানান, রোহান ও তার দুই ভাগ্নে প্লাবন ও রাসিফ পালসার ব্যান্ডের লাল মোটরাইকেল করে ঘুরতে যায়।
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
মোটরসাইকেলের চালক ছিলো রাসিফ। এসময় খোলাডাঙ্গা সার গোডাউন কাজির বাজার এলাকায়
ঝিনাইদহগামী একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।এসময় ট্রাকের চাপায় মোটরসাইকেলটি চূর্ণাবচূর্ণ হয়ে যায়।
মোটরসাইকেলে থাকা তিনজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
তালায় কোরআন শরীফ ও জায়নামাজ উপহার ‘ভালোসার মঞ্চ’
জরুরি বিভাগের চিকিৎসক জসিম উদ্দিন জানান, গুরুতর অবস্থায় তিনজনকে হাসপাতালে হাসপাতালে আনলে ভর্তি করে ওয়ার্ডে পাঠানো হয়।
ভর্তির কিছু সময় পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান রোহান। প্লাবনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনায় পাঠানো হয়।
এদিকে, খুলনার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় প্লাবন মারা গেছে বলে নিশ্চিত করেছেন তার পিতা সাহাঙ্গীর হোসেন।
যশোরে ট্রাক চাপায় মোটরসাইকেল স্বজনরা জানিয়েছেন, নিহত রোহান উপশহর ডিগ্রি কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলো।
আর তার ভাগ্নে প্লাবন ভাতুড়িয়া স্কুল এন্ড কলেজে নবম শ্রেণিতে লেখাপড়া করতো। তাদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।