আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্মাণ
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্মাণ।
লক্ষ্মীপুর লাহারকান্দি ইউনিয়ন ১ নং ওয়ার্ড আটিয়াতলী গ্রামে তফশিল বর্ণিত নালিশি জমিতে আদালতের
ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
সম্প্রতি এলাকার প্রভাবশালী ব্যক্তি মোক্তার হোসেন, আক্তার হোসেন, মোঃ তসলিম, আব্দুল সাত্তার, কবির হোসেন গংরা
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এই বাড়ি নির্মাণ করছেন।
শুক্রবার বিকেলে লাহারকান্দি ইউনিয়নের আটিয়াতলী গ্রামের হোসেন আহম্মদ ছুবুদার বাড়িতে এ ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা গেছে, ৮৮ নং আটিয়াতলী মৌজার ১৭৮ নং খতিয়ান সাবেক ১২০৫, ১২০৬, ১১৯৬, ১২০৮ হাল দাগের জরিপে ১৩৬৯ নং খতিয়ান এবং
ডি.পি ১০৭৩ নং হাল খতিয়ান দাগে ৩৩৫১/৩৩৫৩,৩৩৫৪ দাগে মোট জমি ৭৪ শতক নালিশী ভূমি দীর্ঘ ৪০ বছর ভোগদখল করে আসছেন।
এ নিয়ে দীর্ঘদিন তাদের মধ্যে ঝগড়া হয়। ৭৪ শতক জমি পরিবারের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধ সৃষ্টি হলে এটি আদালত পর্যন্ত গড়ায়।
নড়াইলের প্রধানমন্ত্রী প্রতি কবিরুল হক মুক্তি এমপির আহবান
১৫ অক্টোবরে নালিশি জমি দখলে নেয়ার চেষ্টা করে মোক্তার হোসেন, আক্তার হোসেন, মোঃতসলিম, আব্দুল সাত্তার, কবির হোসেন।
এ সময় তারা নালিশি জমিতে আদালতের ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্মাণের চেষ্টা করেন।
পরে জমির মালিক হোসেন আহম্মদ, তার ছেলে আব্দুল কাইয়ুম,ইয়াসিন ও ফজলু বাধা দিলে তারা সরে যায়।
ওই জমি জোরপূর্বক দখলের ঘটনায় হোসেন আহম্ম গং গত কয়েক বছর আগে মোক্তার হোসেন, আক্তার হোসেন, মোঃতসলিম, আব্দুল সাত্তার,
কবির হোসেন গংদের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানা,ডিবি পুলিশ, ইউনিয়ন অফিস,আইনজীবী সমিতির উকুলদের মতামতের কয়েককটি লিখিত অভিযোগ দায়ের করেন।
রাজশাহীতে বক্সারদের জার্সি উন্মোচন করলেন মেয়র লিটন
মামলার বাদী ইয়াছিন ও ফজলু গংরা জানান, তফসিলকৃত নালিশি জমি নিয়ে আমাদের সঙ্গে মোক্তার গংদের বিরুদ্ধে আদালতে মামলা চলছে।
আদালত উভয় পক্ষকে বর্ণিত নালিশি জমিতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা নিষেধাজ্ঞা জারি করেন।
কিন্তু তারা প্রভাব দেখিয়ে ওই জমি দখল করে বাড়ি নির্মাণ করার চেষ্টা করছেন।
এদিকে মোক্তার,আক্তার হোসেন জানান, আদালতে ওই জমি নিয়ে মামলা চলছে সত্য।
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কিন্তু ক্রয়মূল্যে জমির মালিক আমরাই। তাই বাড়ি নির্মাণের জন্য কাজ করছি।
রবিবার এ বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুর সদর থানা পুলিশের এ এসআই হান্নান জানান,
নালিশি জমিতে আদালতের নোটিশ অনুযায়ী ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যা উভয় পক্ষকে আমি নিজে গিয়ে অবগত করেছি।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: গরুকে ধাক্কা দেয়ায় দু'পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ১০ - দ্যা বাংলা ওয়াল
Pingback: যশোরে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ২ - দ্যা বাংলা ওয়াল