মোংলায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন
মোংলায় রাস্তার পাশ দিয়ে অজ্ঞাত এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, উপজেলার চাঁদপাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাইনমারী এলাকায়
রবিবার ভোরে স্থানীয়রা রাস্তার পাশে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
বিশ্ব খাদ্য দিবসে ভার্চুয়াল মানববন্ধন
পরে সকাল সাড়ে ৯টার দিকে সেখান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের চাঁদপাই বিট অফিসার মোঃ হাদীউজ্জামান খাঁন বলেন,
অজ্ঞাত এ লাশের মাথার বাম পাশের কানের উপরে আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয়রা বলেন, অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তিকে গত রাতে সেখানে ঘুরাঘুরি করতে দেখা গেছে। সকালে দেখছি লাশ হয়ে পড়ে আছে পিচের রাস্তার পাশে।
চট্টগ্রামে বিশ্ব খাদ্য দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা
মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, রাস্তার উপর রয়েছে রক্তও।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, শুনেছি লোকটি ভবঘুরে পাগল টাইপের।
সে রাতের অন্ধকারে রাস্তার উপরে নসিমন-টমটমের আঘাতে মারা গিয়ে থাকতে পারে।
মোংলায় অজ্ঞাত যুবকের তারপরও লাশের ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: নড়াইলের প্রধানমন্ত্রী প্রতি কবিরুল হক মুক্তি এমপির আহবান - দ্যা বাংলা ওয়াল
Pingback: রাজশাহীতে বক্সারদের জার্সি উন্মোচন করলেন মেয়র লিটন - দ্যা বাংলা ওয়াল