যশোরে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ২
যশোরে আলাদা সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রোববার যশোর সদর উপজেলার বকচর ও বাউলিয়া এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন যশোর মুড়লী জোড়া মন্দির এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে শাহাজাহান আলী (৪৫) ও মাগুরা জেলার শালিখা বাজার এলাকার
জুলফিকার আলীর ছেলে মেহেদী হাসান রনি (৩২)। দুর্ঘটনায় নিহত শাহাজাহানের ছেলে সোহান (১০) আহত হয়েছে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল জরুরি বিভাগের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে।
স্বজনরা জানিয়েছেন, সোহান যশোর জিলা স্কুলে ৫ম শ্রেণিতে লেখাপড়া করে। রোববার শহরের স্টেডিয়াম পাড়ায় সে কোচিং করতে আসে।
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্মাণ
কোচিং শেষে সন্ধ্যায় ছেলে সোহানকে নিয়ে মোটরসাইকেল করে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন শাহাজাহান।
পথিমধ্যে বকচর এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পিতা-পুত্র। স্থানীয়রা তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনেন।
এসময় জরুরি বিভাগের চিকিৎসক শাহাজাহানকে মৃত ঘোষণা করেন।
আর সোহানকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। এদিকে, একই দিন সন্ধ্যায় মেহেদী হাসান রনি নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে
নড়াইল সড়ক হয়ে যশোরের উদ্দেশ্যে আসছিলেন। রাত সাড়ে ৭ টার দিকে বাউলিয়া এলাকায় ট্রাকের সাথে
মোটরসাইকেলের সংঘর্ষে রনি অচেতন অবস্থায় রাস্তার পাশে পড়ে ছিলেন।
গরুকে ধাক্কা দেয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ১০
যশোরে আলাদা সড়ক দুর্ঘটনায় পথচারী অপূর্বসহ কয়েকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে আনেন।
জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করে লাশ মর্গে পাঠিয়ে দেন।
মেহেদী হাসান রনি যশোর আইটি পার্কের সফটটেক্স টেকনোলজি লিমিটেড কোম্পানির স্বত্বাধিকারী বলে স্বজনরা নিশ্চিত করেছেন।
জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা.সালাউদ্দিন স্বপন জানান,
হাসপাতালে আনার আগেই মারা যান মেহেদী হাসান রনি ও শাহাজাহান আলী। শিশু সোহান সামান্য আহত হয়েছে।
তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
Pingback: ফুলবাড়ীতে শেখ রাসেল দিবস পালিত - দ্যা বাংলা ওয়াল
Pingback: শার্শা সীমান্ত থেকে পিস্তল গুলি ম্যাগজিন উদ্ধার - দ্যা বাংলা ওয়াল