নওগাঁয় শেখ রাসেল দিবস পালিত
শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
সোমবার ১৮ অক্টোবর সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুপ্রেরণার বাতিঘর চত্বরে শেখ রাসেলের অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা জানান, শেখ রাসেল ওই সময় চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন। তিনি অত্যন্ত মেধাবী ছিলেন।
অল্প বয়সেই তাঁর বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল।
শেখ রাসেল ৫৮তম জন্মদিনে যশোরের শার্শায় নানা কর্মসূচি
বঙ্গবন্ধুর সঙ্গে ঘাতকেরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল।
বক্তারা আরও বলেন, খুনিরা শেখ রাসেলকে হত্যা করে বঙ্গবন্ধু রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল।
কিন্তু তাদের সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে। শহীদ শেখ রাসেল আজও বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধিসম্পন্ন মানুষদের কাছে ভালোবাসার নাম।
হাতের ব্যান্ডেজ এর মধ্যে ছিল ১৫টি ভারতীয় মোবাইল
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- নওগাঁর জেলা প্রশাসক মো. হারুন অর রশিদ, পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া,
সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইব্রাহিম ও
শিহাব রায়হান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন-অল-রশিদ এবং নওগাঁ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান প্রমূখ।
এসময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
নওগাঁয় শেখ রাসেল দিবস পরে শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
Pingback: নড়াইলে শারদীয় দূর্গাপূজাঁ উপলক্ষ্যে অনুদানের চেক বিতরণ - দ্যা বাংলা ওয়াল
Pingback: বেনাপোলে আওয়ামীলীগের সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা - দ্যা বাংলা ওয়াল