নড়াইলে সাম্প্রদায়িক সম্প্রিতি বিনষ্টের প্রতিবাদে মানববন্ধন
দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সম্প্রিতি বিনষ্টের প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সম্মিলিত সাংস্কৃতিক জোট, নড়াইলের আয়োজনে আজ বৃহস্পতিবার বেলা ১১ টায়
নড়াইল প্রেসক্লাবের সামনে নড়াইল- যশোর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধনে নড়াইল প্রেসক্লাব সংহতি প্রকাশ করে একাত্মতা ঘোষনা করে মানববন্ধনে অংশ গ্রহন করে।
মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে সাংস্কৃতিক জোট নড়াইল জেলা শাখার সভাপতি মলয় কুন্ডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন,
নড়াইল পৌর মেয়র আনজুমান আরা,নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম,
জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল স্বপন,নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু,
রাজশাহীতে র্যাবের অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩
সাধারন সম্পাদক ও জোটের কর্মকর্তা শামীমূল ইসলাম টুলু, ছাত্রলীগ নড়াইল জেলা শাখার সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম,
অধ্যাপক মলয় কুমার নন্দী, জেলা পরিষদের সদস্য রওশন আরা কবির লিলি,সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক শরফুল আলম লিটু,
যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুর রহমান লিটু, জেলা পাবলিক লাইব্রেরীর সাধারন সম্পাদক অ্যাডঃ কাজী বশিরুল হক, সাংবাদিক কাজী হাফিজুর রহমান,
বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোলামের প্রীতশ বিশ্বাসসহ অনেকে।

রাজশাহীতে ৬ লেন সড়ক ভিত্তিপ্রস্তর স্থাপন মেয়র লিটন
সাংস্কৃতিক জোট নড়াইল জেলা শাখা ও নড়াইল প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যগন,
জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনেরর নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
নড়াইলে সাম্প্রদায়িক সম্প্রিতি বিনষ্টের প্রতিবাদে বক্তারা বলেন, দেশের বিভিন্ন মন্দির ও বাড়িতে হামলা,নারী ও শিশুর প্রতি সহিংসতা, লুটতরাজ,
অগ্নিসংযোগ এবং ধর্মীয় উষ্কানির ঘটনা এখনও অব্যাহত রয়েছে।
বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানান এবং এ ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি করেন।
না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও ঘোষণা দেন।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: সাতক্ষীরায় চাকা পাংচার হয়ে প্রাণ হারালেন সুপারভাইজার - দ্যা বাংলা ওয়াল
Pingback: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত - দ্যা বাংলা ওয়াল