দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত।
ইতিহাস ও ঐতিহ্যের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। দীর্ঘ ১৮ বছর পরে ঢাকার কেরানীগঞ্জে সম্মেলনের মাধ্যমে
সংগঠনটির দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হচ্ছে।
সম্মেলন উপলক্ষে (আজ) গতকাল শুক্রবার বিকেল তিনটায় উপজেলার আগানগর ইউনিয়নের আমবাগিচায় কেরানীগঞ্জের
মহিলা ডিগ্রি কলেজ মাঠে এক সমাবেশের আয়োজন করা হয়েছে।
সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি আসাদুজ্জামান রাসেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্থানীয় সাংসদ নসরুল হামিদ বিপু।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,বঙ্গবন্ধুর গঠিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ থেকেই নেতৃত্ব শুরু হয়।
রংপুরে বঙ্গবন্ধু মডেল গ্রাম অবহিতকরন সভা
যারা এ সংগঠনের নেতৃত্ব দিবেন তাদেরকে অবশ্যই ছাত্র হতে হবে। সফল ছাত্রলীগ থেকেই নেতৃত্বের শুরু,
তাই দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের নেতৃত্ব যেন দক্ষ সংগঠক ও বঙ্গবন্ধুর আদর্শ উজ্জীবিত ছাত্রনেতাদের হাতেই থাকে সেদিকে লক্ষ্য রেখে
নতুন কমিটি গঠন করা হবে। মাঠে-ঘাটে যারা কাজ করে তাদেরকেই নেতৃত্বে আনতে হবে।
এখানে যারা প্রার্থী হয়েছে সবাই আওয়ামী লীগের নেতা হওয়ার জন্য যোগ্যতা রাখে,
বিগত ছাত্রলীগের কমিটি থেকেই বর্তমান চেয়ারম্যান নির্বাচিত হয়েছে এমন অনেকেই এখানে উপস্থিত আছে।
এমপি এনামুলের রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ
সুতরাং ছাত্রলীগ থেকে যার নেতৃত্বে শুরু হয় এটা প্রমাণিত।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের এতে বিশেষ অতিথি হিসেবে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ,
দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম মামুন,
দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগ সভাপতি মাহমুদ আলম শুভাঢ্যা ইউনিয়ন চেয়ারম্যান হাজী ইকবাল হোসেন
আগানগর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর স্যার খুশি আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিরাজ হোসেন টিটু বক্তব্য প্রদান করেন।
এরপর সম্মেলনে আগত কাউন্সিলরদের ভোটের মাধ্যমে প্রায় অর্ধশতাধিক প্রার্থীদের মধ্য থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করতে দ্বিতীয় অধিবেশন শুরু হয়।
উল্লেখ্য এর আগে ২০০৩ সালে সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে বর্তমান কেরানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সহিদুল হক সহিদ
সভাপতি শাক্তা ইউনিয়ন চেয়ারম্যান সালাউদ্দিন লিটন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
Pingback: সম্প্রীতি বিনষ্টকারীদের কঠোর শাস্তির আওতায় আনা হবে - দ্যা বাংলা ওয়াল