না পেরে সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে বিএনপি: খাদ্যমন্ত্রী
উন্নয়ন সহ্য করতে না পেরে সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে বিএনপি: খাদ্যমন্ত্রী।
এই সরকারের আমলে সবাই সুখে আছে। কাউকে না খেয়ে দিন পার করতে হয় না। দেশের মানুষ আবার নির্বাচনে বিজয়ী দেখতে চায়।
তবে, বিএনপি আমাদের সরকারের উন্নয়ন সহ্য করতে না পেরে সুনাম ক্ষুন্ন করতেই দেশে সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
আজ শুক্রবার দুপুরে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বিএনপি-জামায়াতকে উদ্দেশ করে বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন সহ্য করতে না পেরে সুনাম ক্ষুন্ন করতেই সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে বিএনপি।
রংপুরে বঙ্গবন্ধু মডেল গ্রাম অবহিতকরন সভা
কোরআন অবমাননা ও মন্দিরে হামলা তারই অংশ। কোনো অপশক্তি দেশ ও জাতির উন্নয়ন বাঁধাগ্রস্ত করতে পারবে না।
সবাই ঐক্যবদ্ধ হয়ে ওই অপশক্তির জবাব দেব। দেশের কল্যাণে সবাইকে সাথে নিয়ে কাজ করতে হবে।
খাদ্যমন্ত্রী বলেন, যারা নির্বাচনে অংশ নেয় না, তারাই গণতন্ত্রের হত্যাকারী। গণতন্ত্র হত্যার দায়ে গণ-আদালতে তাদের বিচার হওয়া উচিত।
নির্বাচনে না এসে বিএনপি প্রমাণ করেছে তারাই গণতন্ত্রের মূল হত্যাকারী।
বক্তব্যে নেতা-কর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, সম্মেলনের সময় নেতা হতে সবাই দৌড়ঝাঁপ করেন। ব্যস্ত হয়ে পরেন।
এমপি এনামুলের রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ
আর সম্মেলন শেষ হলে খুঁজে পাওয়া যায় না। এমনটি করা যাবে না।
সম্মেলনে আরও বক্তব্য দেন-আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন,
জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সাংসদ শহিদুজ্জামান সরকার এবং ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন প্রমূখ।
পরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরীকে সভাপতি ও আবুল গাফফারকে সাধারণ সম্পাদক করে
পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
Pingback: সম্প্রীতি বিনষ্টকারীদের কঠোর শাস্তির আওতায় আনা হবে - দ্যা বাংলা ওয়াল
Pingback: শাহজাদপুরের গালা ইউনিয়নে চেয়ারম্যান পদে আবুল হোসেন - দ্যা বাংলা ওয়াল