যশোরে প্যাথেডিন না দেয়ায় তালা, প্রতিবাদে আন্দোলন
যশোরে প্যাথেডিন না দেয়ায় ফার্মেসীতে তালা, প্রতিবাদে আন্দোলন। যশোর শহরের দড়াটানার নিউ আহমেদ ফার্মেসীতে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে।
চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া প্যাথেডিন না দেয়ায় বৃহস্পতিবার রাত শহরের কাজীপাড়া এলাকার ফিরোজ নামে এক দুর্বৃত্ত ঘটনাটি ঘটায়।
এসময় ফার্মেসীর কর্মচারী কামাল হোসেনকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। এই ঘটনার প্রতিবাদে শহরের ফার্মেসী মালিকেরা দোকান বন্ধ করে বিক্ষোভ করেছেন।
তারা জানিয়েছেন, রাত ১২ মধ্যে ওই দুর্বৃত্তকে আটক করার পাশাপাশি ঘটনার সুষ্টু সমাধান না হলে অনিদিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা দেয়া হবে।
নিউ আহমেদ ফার্মেসীর মালিক আশিকুর রহমান রহমান কবির জানান, ঘটনার রাতে আমি এশার নামায আদায় করার জন্য মসজিদে গিয়েছিলাম।
তখন ফার্মেসীতে ছিলেন কর্মচারী কামাল হোসেন। এসম,য় শহরের কাজীপাড়া এলাকার ফিরোজ নামে এক দুর্বৃত্ত এসে প্যাথেডিন চান।
চিকিৎসকের ব্যবস্থাপত্র না থাকায় প্যাথেডিন বিক্রি করতে রাজি হননি কামাল।
পাচার হওয়া ১৯ বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে হস্তান্তর
এতে ফিরোজ ক্ষুব্ধ হয়ে কর্মচারী কামালকে ছুরিকাঘাতের চেষ্টা করে। ভয়ে ফার্মেসী থেকে পালিয়ে যান কামাল।
কবির আরও জানান, এসময় দুর্বৃত্ত ফিরোজ পাশের শওকত ঔষধালয় থেকে তালা নিয়ে নিউ আহমেদ ফার্মেসীতে তালা ঝুলিয়ে দেন।
পরে শওকত ঔষধালয়ে নিজের মুঠোফোনের নম্বর দিয়ে বলে যান “ফোনে আমার সাথে কথা না বলে যদি তালা খোলে তাহলে ওকে ( কামাল) আমি জবাই করে দেবো”।
আশিকুর রহমান রহমান কবির জানান, নামায শেষে ফার্মেসীর সামনে এসে ঘটনাটি জানতে পারি।
পরে বিষয়টি বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি যশোরের নেতৃবৃন্দকে জানানো হয়।
পিঠ বাঁচাতে সবাই আ:লীগে ভিড়তে চায়: তথ্যমন্ত্রী
এই ঘটনায় ফার্মেসী মালিকেরা ক্ষুব্ধ হয়ে শহরের সকল ফার্মেসী বন্ধ করে আন্দোলনে নেমেছে।
ফার্মেসী মালিকেরা ঘোষণা দিয়েছেন, রাত ১২ টার মধ্যে ঘটনার সুষ্টু সমাধান না হলে অনিদিষ্টকালের জন্য ধর্মঘটে নামবেন তারা।
এই বিষয়ে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি যশোরের শাখার সভাপতি আব্দুস শহিদ চাকলাদার পান্নু জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
যশোরে প্যাথেডিন না দেয়ায় তিনি ঘটনার সাথে জড়িত দুর্বৃত্ত ফিরোজকে আটকের দাবি জানিয়েছেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ইনসপেক্টর (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, ঘটনাস্থলে গিয়েছিলাম।
মালিকদের ওষুধের দোকান খোলার অনুরোধ জানিয়ে থানায় লিখিত অভিযোগ করার জন্য বলা হয়েছে।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: লিটনের সাথে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ - দ্যা বাংলা ওয়াল
Pingback: সুনামগঞ্জ জেলা পুলিশের নিরাপদ সড়ক দিবসের র্যালী - দ্যা বাংলা ওয়াল