চেয়ারম্যান পদে আবু তালিম চৌধুরী নিজাম এগিয়ে

চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আবু তালিম চৌধুরী নিজাম এগিয়ে।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন।

চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে যার প্রচারণা বিশেষভাবে দেখা যাচ্ছে তিনি হলেন নবীগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি ও

উপজেলা কৃষক লীগের সদস্য লন্ডন প্রবাসী আবু তালিম চৌধুরী নিজাম।

আবু তালিম চৌধুরী নিজাম তৃণমূল থেকে ছাত্ররাজনীতির সাথে জড়িত ছিলেন। এছাড়াও তিনি এসেক্স আওয়ামীলীগ যুক্তরাজ্য সদস্য,

নবীগন্জ উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি, নবীগন্জ বঙ্গবন্ধু পরিষদের (১৯৯২-১৯৯৭) সদস্য, যুক্তরাজ্য যুবলীগ (১৯৯৭-২০০৪) সাধারণ সম্পাদক,

এসেক্স আওয়ামীলীগ, যুক্তরাজ্য (২০০৪-২০১০) সহ-সভাপতি, এসেক্স আওয়ামীলীগ, যুক্তরাজ্য (২০১০-২০২১) সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজশাহীতে পরিবেশ অধিদপ্তরের আয়োজনে কর্মশালা

বর্তমানে উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি ও কৃষক লীগের সদস্য হিসেবে এক সঙ্গে দায়িত্ব পালন করছেন

এছাড়াও তিনি অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয় ও আব্দুল্লাহ ইসমাইল হিফজুল কোরআন এতিমখানা মাদ্রাসার দাতা সদস্য,

২০০০ সাল থেকে নবীগঞ্জ যুক্তরাজ্য এডুকেশন ট্রাস্টের যুগ্না সম্পাদকের দায়িত্বে রয়েছেন ।

শিক্ষাগত যোগ্যতায় ও এগিয়ে রয়েছেন O লেভেল GCSE 1981 ট্রিনিটি হাই স্কুল ক্যানিং টাউন, লন্ডন,

UK A Level 1983 West Ham Collage Stratford, London, UK ডিপ্লোমা ইন ট্যুরিজম ম্যানেজমেন্ট লেভেল 5, 2004 Waltham Forest College London, UK

লেখাপড়া করে তিনি সততা ও ন্যায়ের সাথে এলাকার সুখে দুখে মানুষের পাশে থেকে সহযোগীতা করে আসছেন।

তালায় জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালিত

আবু তালিম চৌধুরী নিজাম এসএনবি নিউজ কে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারন করে

শেখ হাসিনার অনুপ্রেরণায় মূল সংগঠনের নেতাদের দিকনির্দেশনায় দলের কাজ করে চলছি, আমি পদের জন্য দল করি না।

কাজেই চাওয়া পাওয়া বলতে আমি কিছুই বুঝি না। তবে দলের কর্মী হিসেবে আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে আমাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দিলে

নির্বাচিত হয়ে ৬নং কুর্শি ইউনিয়নবাসীর খেদমতে নিজেকে বিলিয়ে দেব ইনশাআল্লাহ।

উল্লেখ্য যে গত নির্বাচনে তিনি ছিলেন নৌকার মনোনয়ন প্রত্যাশী। সেই হিসাবে সংগ্রহ করেছিলেন মনোনয়ন ফরম।

দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে মনোনয়ন ফরম ও প্রত্যাহার করেছিলেন। তাই এবার তিনি দলের প্রতি শতভাগ আস্থা দলের মনোনয়ন তিনিই পাবেন।

চেয়ারম্যান পদে আবু তালিম আসন্ন ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়ে চমক দেখাতে পারেন তিনি।

/ মোঃ সেলিম উদ্দিন

http://shopno-tv.com, http://thebanglawall.com
প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।
www.thebanglawall.com
দ্যা বাংলা ওয়াল, The Bangla Wall, www.thebanglawall.com
দ্যা বাংলা ওয়াল, The Bangla Wall, www.thebanglawall.com
www.thebanglawall.com
www.thebanglawall.com
Total Page Visits: 562 - Today Page Visits: 1

হবিগঞ্জ ডিষ্ট্রিক্ট করেসপনডেন্ট

Md. Selim Uddin মোঃ সেলিম উদ্দিন গ্রাম- বাজকাশারা, ডাকঘর- নবীগঞ্জ ৩৩৭০, নবীগঞ্জ, হবিগঞ্জ মোবাইল: 01711460048 ইমেইল: selimahmedpress18gmail.com এন আইডি নাম্বার :- ৩৬১৭৭৭৩৬৭৫৫১৩। রক্তের গ্রুপ :- O, positive SSC বর্তমানে স্থানীয় দৈনিক হবিগঞ্জ সময় www.dailyshomoy.com স্টাফ রিপোর্টার, জাতীয় দৈনিক দেশের কণ্ঠ সাপ্তাহিক সময়ের সত্যের সংবাদ পত্রিকায় নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি এছাড়াও An Tv (আলোকিত নিউজ টিভি), দৈনিক পত্রিকা, দৈনিক মুক্তপ্রকাশ, জেকে টিভি'র হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে বর্তমানে কাজ করছি এসএনবি নিউজ টুয়েন্টি ফোর ডট কম এর সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান হিসেবে কাজ করছি

২ thoughts on “চেয়ারম্যান পদে আবু তালিম চৌধুরী নিজাম এগিয়ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares