পাবনায় ২শ’ পাখি অবমুক্ত করলো পুলিশ সুপার
পাবনায় ২শ’ পাখি অবমুক্ত করলো পুলিশ সুপার। পাবনায় দেশি প্রজাতির পাখি শিকারের দায়ে সূজানগর থানা কর্তৃক ৩ জন গ্রেফতার।
উদ্ধারকৃত ২০০ পাখি অবমুক্ত করে আকাশে উড়িয়ে দিলেন পুলিশ সুপার পাবনা জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।
সোমবার দুপুরে চরদুলাই বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন: গোবিন্দপুর গ্রামের বাছেদ শেখের ছেলে
আতোয়ার শেখ (৩৮), ঘোড়াদহ গ্রামের জহির মিঞা’র ছেলে আলাউদ্দিন (৩৫), চরদুলাই গ্রামের মৃত-তফিজ উদ্দিন মন্ডলের ছেলে মোজাহার আলী (৪০)।
শার্শার উলাশী ইউপির মনোনয়ন আয়নাল আউট রফিকুল ইন
সুজানগর থানার ওসি মিজানুর রহমান বলেন, পাখিশিকারীরা সংঘবদ্ধ হয়ে উপজেলার গাজনার বিল থেকে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে
অবৈধভাবে বিভিন্ন প্রজাতির দেশি ও অতিথি পাখি শিকার করে বাজারে বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
সুজানগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুল ইসলাম পাখিশিকারীদের ভ্রাম্যমাণ আদালতে
সোপর্দ করে তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করেন।
পুলিশ নিয়োগে টাকা লেনদেন নওগাঁয় প্রতারক আটক
পরে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিকেলে সুজানগর থানার চত্বর থেকে জনসমক্ষে পাখিগুলো অবমুক্ত করেন।
পাবনায় ২শ’ পাখি অবমুক্ত তিনি বলেন, পাখি শিকারের বিরুদ্ধে জেলা পুলিশ আরো কঠোর পদক্ষেপ নেবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভি,এস ডাঃ মুহাঃ আঃ লতিফ, সুজানগর (তদন্ত) অফিসার আব্দুল কদ্দুস প্রমুখ।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: দাশ পাড়া নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের সংবর্ধনা - দ্যা বাংলা ওয়াল
Pingback: রংপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত - দ্যা বাংলা ওয়াল