পাবনা ঈশ্বদীতে ইয়াবা ট্যাবলট সহ মাদক ব্যবসায়ী আটক ৩
পাবনা ঈশ্বদীতে ৫,৭২৯ পিস ইয়াবা ট্যাবলট সহ ০৩ জন মাদক ব্যবসায়ী আটক।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে
সব ধরণর অপরাধীকে আইনের আওতায় নিয় আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী,
সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয় আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারশন দল অদ্য ২৫ অক্টাবর ২০২১ ইং তারিখ ১৬০০ ঘটিকায়
গোয়েন্দা তথ্যর ভিত্তিত পাবনা জেলার ঈশ্বদী থানাধীন দাশুড়িয়া পুরাতন ট্রাফিক মোড় সংলগ্ন মুন্সি মার্কট এলাকায়
বেনাপোল সীমান্তে বিরল প্রজাতির রাসেল ভাইপার সাপ উদ্ধার
কাম্পানী অধিনায়ক অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হাসান ও কাম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর
নেতৃত্বে একটি মাদক বিরাধী অভিযান পরিচালনা করে, আসামী মোঃ রফিকুল ইসলাম (৪৭), পিতা- মৃত কাদর সরকার, সাং- হামফুরিয়া,
থানা- তারাশ, জলা- সিরাজগঞ্জ, মোঃ আবু সাইদ (৩৭), পিতা- মাঃ নাজিম মন্ডল, সাং- খাগরবাড়িয়া, থানা- বাঘা, জলা- রাজশাহী,
মোঃ সাইফুল ইসলাম (৪৪), পিতা- মাঃ ইয়ার উদ্দিন প্রামানিক, সাং- চক মাহাপুর, থানা- বাগাতিপাড়া, জলা- নাটোর দরক গ্রফতার করতে সক্ষম হয়।
তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট- ৫,৭২৯ পিস, শপিং ব্যাগ- ০১ টি, মোবাইল- ০৪ টি, সীমকার্ড- ১০ টি, মোটরসাইকল- ০১ টি,
হেলমেট- ০১ টি, মাদক বিক্রয়লব্ধ সর্বমাট নগদ- ৪৯,৯৭৫/- টাকাসহ জব্দ করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা জব্দকৃত আলামত ইয়াবা অজ্ঞাত এলাকা হতে ক্রয় করে বিক্রয়ের উদ্দশ্য
নিজ হেফাজতে রাখেছে বলে সাক্ষীদের সম্মুখ স্বীকার করে।
পাবনা ঈশ্বদীতে ইয়াবা ট্যাবলট সহ গ্রেফতারকৃত ব্যক্তিগণ পেশাদার মাদক ব্যবসায়ী।
তারা দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসার মাধ্যম যুব সমাজক বিপদগামী করছে।
উপরোক্ত ঘটনায় পাবনা জেলার ঈশ্বদী থানায় মামলা রুজু করা হয়।
Pingback: র্যাব-১৩ রংপুর কর্তৃক ধর্ষণসহ হত্যা চেষ্টাকারী গ্রেফতার - দ্যা বাংলা ওয়াল