পুলিশ নিয়োগে টাকা লেনদেন নওগাঁয় প্রতারক আটক
পুলিশ নিয়োগে টাকা লেনদেন, নওগাঁয় প্রতারক আটক।
নওগাঁয় পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম ধাপে বাছাই পরীক্ষা চলাকালে চাকরি দেওয়ার নামে টাকা লেনদেনের সময় মো. হাসান (৪৮) নামে
এক প্রতারককে আটক করেছে ডিবি পুলিশ (গোয়েন্দা সংস্থা)।
আজ সোমবার ২৫ অক্টোবর দুপুরে পুলিশ লাইন্স এক নম্বর গেটের সামনে থেকে তাঁকে আটক করা হয়।
আটক হাসান পত্নীতলা উপজেলার গগণপুর গ্রামের মৃত বারিক মণ্ডলের ছেলে।
নড়াইলে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন
এসময় প্রতারকের একজন সহযোগী এবং টাকা প্রদানকারি ব্যক্তি পালিয়ে যায়।
পুলিশ জানায়, দুপুরে স্থানীয় নওগাঁ পুলিশ লাইন্স মাঠে পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য প্রথম ধাপের বাছাই পরীক্ষা চলছিল।
পরীক্ষা চলাকালে পুলিশ লাইন্সের বাহিরে চাকরি দিবে এমন প্রলোভন দেখিয়ে প্রার্থীর নিকট থেকে টাকা নেয়া হচ্ছিল।
শার্শার উলাশী ইউপির মনোনয়ন আয়নাল আউট রফিকুল ইন
এমন সময় পুলিশ লাইন্স গেটের উত্তর পাশে একটি লেদের সামনে থেকে নগদ ৫০ হাজার টাকা ও মোবাইলসহ ওই প্রতারককে আটক করে ডিবি পুলিশ।
এসময় প্রতারকের একজন সহযোগী এবং টাকা প্রদানকারী ব্যক্তি অবস্থা নিরুপায় দেখে লোকজনের ভীড়ের মধ্যে পালিয়ে যায়।
পুলিশ নিয়োগে টাকা লেনদেন এব্যাপারে ডিবির ওসি কে এম শামসুদ্দিন বলেন, অবৈধভাবে টাকা লেনদেনকালে টাকাসহ হাসানকে আটক করা হয়।
এ ব্যাপারে প্রতারক হাসানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এই ডিবি কর্মকর্তা।
Pingback: পাবনায় ২শ’ পাখি অবমুক্ত করলো পুলিশ সুপার - দ্যা বাংলা ওয়াল
Pingback: দাশ পাড়া নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের সংবর্ধনা - দ্যা বাংলা ওয়াল