রংপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
রংপুরে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২১ পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও
বিশ্ব হাত ধোয়া দিবস ২০২১ এর শুভ উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভূঁইয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভূঁইয়া বলেন, হাত ধোয়া দিবস আমাদেরকে বড় শিক্ষা দিয়েছে এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়।

নিজেকে সুস্থ রাখতে হবে এবং অন্যকেও সুস্থ রাখার জন্য জনসচেতনামূলক প্রচার-প্রচারণা করতে হবে।
পাবনায় ২শ’ পাখি অবমুক্ত করলো পুলিশ সুপার
বাসায় অন্যকেও সুস্থ না থাকে তাহলে আমি কিভাবে সুস্থ থাকব এ জন্য আসুন আমরা সবাই মিলে সচেতনামূলক বৃদ্ধি করি হাত ধোয়াকে নিশ্চিত করি।
তিনি আরো বলেন বিশুদ্ধ পানি দিয়ে হাত ধুলে হাত পরিষ্কার থাকে জীবাণু আক্রান্ত করতে পারে না।
আপনারা দেখবেন গ্রামগঞ্জে পাড়া-মহল্লায় যেভাবে এই হাত দিয়ে জীবাণু আক্রান্ত হচ্ছে।
ছোট বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে শুধু হাত ধোয়া সঠিক ভাবে না হওয়ার কারণে। সঠিক ভাবে হাত ধোয়ার নিয়ম অনেকেই জানেনা।
আমরা সঠিক ভাবে হাত ধুবো সুস্থ থাকবো। আমরা হাত ধোয়া শিখলাম এই শিক্ষাটা অন্যদের মাঝে যদি আমরা সরিয়ে দিতে পারি
তাহলেই সম্ভব হাত ধোয়ার সংখ্যাটা দিন যাবে বৃদ্ধি পাবে তাহলে জীবাণু মুক্ত বাংলাদেশ গড়ার সম্ভব হবে।
দাশ পাড়া নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের সংবর্ধনা
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম রব্বানী,
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মোঃ বাহার উদ্দীন মৃধা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পঙ্কজ কুমার সাহা।
রংপুর বিভাগের স্যানিটেশনের বর্তমান চিত্র, কোভিড-১৯ মোকাবেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তের গৃহীত কার্যক্রম এবং
শতভাগ সেইফলি ম্যানেজড স্যানিটেশন কভারেজ অর্জনের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভবিষ্যৎ কর্ম্পরিকল্পনা বিষয়ে
উপস্থাপনা উপস্থাপন করেন নির্বাহী প্রকৌশলী পঙ্কজ কুমার সাহা।
রংপুরে জাতীয় স্যানিটেশন মাস এছাড়াও উক্ত অনুষ্ঠানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ,
ওয়াল্ড ভিশনসহ বিভিন্ন এনজিও প্রতিনধি উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে ওসাপ এনজিও সকলের মাঝে গেঞ্জি বিতরণ করেন।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: বাঘাবাড়িতে তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড - দ্যা বাংলা ওয়াল
Pingback: হেমন্তে ঐতিহ্যবাহী খেজুর রস সংগ্রহে ব্যস্ত নওগাঁর গাছীরা - দ্যা বাংলা ওয়াল