রংপুর পৌরসভার নিজস্ব আয় বৃদ্ধির কোন বিকল্প নাই
রংপুর স্থানীয় পর্যায়ে উন্নয়ন করতে হলে পৌরসভার নিজস্ব আয় বৃদ্ধির কোন বিকল্প নাই।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট(এনআইএলজি) এর সহায়তায় পৌরসভার কাউন্সিলরগণের “পৌরসভা পরিচালন সম্পর্কিত
মৌলিক বিষয়ের উপর অবহিতকরণ বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষণ এর উদ্ধোধন করা হয়।
আজ মঙ্গলবার সকালে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট(এনআইএলজি) এর সহায়তায় পৌরসভার
কাউন্সিলরগণের “পৌরসভা পরিচালন সম্পর্কিত মৌলিক বিষয়ের উপর অবহিতকরণ বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষণ এর ভাচুয়ালের মাধ্যমে
উদ্ধোধন করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।
বাঘাবাড়িতে তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড
রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশিক্ষণের উদ্ধোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: আসিব আহসান এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে ভাচুয়ালী উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ ।
সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, বিশেষ অতিথি ছিলেন, জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউ (এনআইএলজি) এর মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, শহর এলাকার উন্নয়নে পেীরসভার গুরুত্ব অপরিসীম।
রংপুর পৌরসভার নিজস্ব আয় স্থানীয় পর্যায়ে সুষম উন্নয়ন করতে হলে পৌরসভাসমুহের নিজস্ব আয় বৃদ্ধির কোন বিকল্প নাই।
তিনি উপস্থিত কাউন্সিলরগণকে নির্দ্দিষ্ট আইন কানুন ও বিধিমালা মেনে কাজ করার জন্য আহবান জানান।
হেমন্তে ঐতিহ্যবাহী খেজুর রস সংগ্রহে ব্যস্ত নওগাঁর গাছীরা
তিনি পৌরসভা সহ সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি, কর্মকর্তা ও কর্মচারীগণের দক্ষতাবৃদ্ধিমূলক বিভিন্ন
প্রশিক্ষণ প্রদান করার জন্য সহ সকল কর্মকর্তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
পাশাপশি তিনি এ ধরনের প্রশিক্ষেণ কার্যক্রম আয়োজন করায় রংপুর জেলা প্রশাসন কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রাব্বানী,
ইএএলজি (প্রকল্প), ইউএনডিপি, ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর, মতিউর রহমান প্রমুখ।
২দিন ব্যাপি প্রশিক্ষণে পৌরসভার আইন, গুরুত্বপূর্ণ বিধি-বিধান এবং পরিষদের কার্যক্রম ও বিভিন্ন সভা পরিচালনা প্রক্রিয়া, হিসাব সংরক্ষণ,
নথি ব্যবস্থাপনা, ক্রয় ব্যবস্থাপনা, রাজস্ব সংগ্রহ ও আর্থিক প্রতিবেদন প্রস্তুত ইত্যাদি বিষয়ে ধারণা প্রদান করা হবে।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: বেনাপোল সীমান্তে বিরল প্রজাতির রাসেল ভাইপার সাপ উদ্ধার - দ্যা বাংলা ওয়াল
Pingback: নবীগঞ্জে নৌকার মাঝি হলেন যারা - দ্যা বাংলা ওয়াল