শাহজাদপুরে ব্যবসায়ীকে মেরে পুকুরে ফেলার অভিযোগ
শাহজাদপুরে পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ীকে মেরে মুমূর্ষু অবস্থায় পুকুরে ফেলে দেয়ার অভিযোগ।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের উল্টাডাব গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে হাজী গোলাম মোস্তফার পুত্র
বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ রানা (৩৫) কে মেরে আশঙ্কাজনক অবস্থায় পুকুরে ফেলে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
সরে জমিনে ঘুরে প্রত্যক্ষদর্শি ব্যবসায়ী মাসুদ রানার চাচীর সাথে কথা বলে জানা যায়, বুধবার মাগরিব নামাজের পর মাসুদরানা ও
তার একজন সঙ্গীকে নিয়ে উল্টাডাব কবরস্থানের দক্ষিণে তার চাচীকে দেখতে আসেন।
দেখা করে ফেরার পথে বাড়ীর সামনের পাকা সড়কে সড়কে একই গ্রামের দুধর্ষ সবুজের নেতৃত্বে আলিম, আলামিন, আরিফ, মজিবর, বাবু, সৈয়দ, হায়াত,
রেজাউল, লোকমান, হাবিবুল্লাহ, আহম্মদ পূর্ব পরিকল্পনা অনুযায়ী মাসুদ রানার মোটরসাইকেল ঘিরে ফেলে বেদমপ্রহার করতে থাকে।
সিরাজগঞ্জের সলঙ্গায় গাঁজাসহ ০২ জন মাদক কারবারী আটক
এসময় তার চাচীসহ কয়েকজন নারী বাধা দিলে তাদের ধাক্কা মেরে ফেলে দিয়ে এক পর্যায়ে মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায় এবং
মাসুদ রানাকে রড ও হাতুড়ি দিয়ে পিটাইতে পিটাইতে আশঙ্কাজনক অবস্থায় তার বাড়ীর পূর্বপাশের পরিত্যক্ত খালে ফেলে রেখে চলে যায়।
পরে খবর পেয়ে রাত ৮ টায় ঘটনাস্থল থেকে শাহজাদপুর থানা পুলিশ মুমূর্ষু অবস্থায় মাসুদরানাকে উদ্ধার করে স্বজনদের সহায়াতায় হাসপাতালে প্রেরণ করে।
মাসুদ রানার মা জানায়, চলতি বছরের ফেব্রুয়ারী মাসে সবুজের নেতৃত্বে হামলাকারীরা উল্টাডাব বাজার সংলগ্ন তিনতলা বাসভবনে প্রবেশ করে
আসবাবপত্র ভাংচুর ও লুটপাট চালালে তাদের বিরুদ্ধে মামলা হয়।
৩ নভেম্বর আব্দুর রউফ ঠিকাদারের ৪৬তম মৃত্যু বার্ষিকী
শাহজাদপুরে ব্যবসায়ীকে মেরে এক পর্যায়ে পুলিশ লুটকৃত মালামাল উদ্ধার করতে সক্ষম হয়। এর পর থেকেই হামলাকারীরা মামলা তুলে নেয়ার জন্য
মাসুদরানার পরিবারকে হুমকি, ধামকী প্রদান করে আসায় তার বাবা মা শাহজাদপুর শহরে ভাড়া বাসায় বসবাস করে আসছিল।
মাসুদ রানা ঢাকার একটি ইন্জিনিয়ারিং ফার্ম করে তার ম্যানিজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছিল।
গত ২ নভেম্বর অনুষ্ঠিত শাহজাদপুর উপ- নির্বাচনে ভোট প্রদানের উদ্দেশ্যে বাড়ী আসে মাসুদ রানা।
তার বৃদ্ধ চাচীকে দেখতে গিয়ে সবুজ বাহিনীর আক্রমণের শিকার হন মাসুদ।
রাতেই শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহীদ মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগ অনুযায়ী তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন তিনি।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: সিরাজগঞ্জের সলঙ্গায় গাঁজাসহ ০২ জন মাদক কারবারী আটক - দ্যা বাংলা ওয়াল
Pingback: নওগাঁর আত্রাইয়ে শ্যামা পূজা ও দীপাবলি উৎসব অনুষ্ঠিত - দ্যা বাংলা ওয়াল
Pingback: সাতক্ষীরায় ৫রুটে বাস বন্ধ থাকায় সীমাহীন দুর্ভোগে যাত্রীরা - দ্যা বাংলা ওয়াল
Pingback: শান্তিপূর্ণ মানববন্ধনে হামলা ; বরেন্দ্র প্রেসক্লাবের বিবৃতি - দ্যা বাংলা ওয়াল