পাবনা সদর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মিতু আর নেই
পাবনা সদর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মিতু মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
রেললাইনে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় আহত পাবনা সদর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুমানা আক্তার মিতু (৩৫) মারা গেছেন।
শনিবার (৬ নভেম্বর) রাতে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পাবনায় ৫০তম জাতীয় সমবায় দিবসে বক্তব্য রাখেন প্রিন্স
তিনি সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের মকসেদ আলীর মেয়ে।
পাবনা জেলা যুব মহিলা লীগের সভাপতি আরেফা খানম শেফালি জানান, ২৪ অক্টোবর ভাঙ্গুড়ার দিলপাশার ব্রিজে পরিবারসহ বেড়াতে যান মিতু।
এসময় তিনি ট্রেনের লাইনের ওপর দাঁড়িয়ে সেলফি তুলছিলেন। হঠাৎ ট্রেন চলে এলে দুর্ঘটনার শিকার হন তিনি।
৭ (নভেম্বর) রবিবার দুপুর ২টায় পাবনা কামিল আলিয়া মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে আরিফপুর সদর গোরস্থানে দাফন সম্পন্ন হয়।
পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ট্রেন দুর্ঘটনার ১৩ দিন পরে তিনি মৃত্যুবরণ করেছেন।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।



