লক্ষ্মীপুরে গরু চোরচক্রের কাছে জিম্মি ক্ষতি গ্রস্ত ২২ পরিবার
লক্ষ্মীপুরে গরু চোরচক্রের কাছে জিম্মি ক্ষতি গ্রস্ত ২২ পরিবার।
লক্ষ্মীপুর সদর উপজেলা চররমনী মোহন ইউনিয়নে গরু চুরি প্রতিরোধে ভূক্তভোগি অসহায় এলাকাবাসী প্রতিবাদ সমাবেশ করেছেন।
চররমনী মোহন ১ নং ওয়ার্ড বালুচর গ্রামে গোলজার কান্দি এলাকায় ক্ষতিগ্রস্থ্য ভূক্তভোগী ২২ পরিবারের সদস্যসহ দুই শতাধিক এলাকাবাসী এই প্রতিবাদে অংশ গ্রহন করে ।
এ প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ সৈয়াল, ইউপি সদস্য আব্দুল খালেক,
ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, দফাদার মনির হোসেনসহ প্রমুখ।
প্রতিবাদ সভায় গরুর মালিক জীবন নেছা, সিরাজ, তোফায়েল আহম্মদ প্রতিবাদ সভায় গরু চোরদের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন
এক বছরে মধ্য চররমনী ইউনিয়নের গুলজার কান্দি এলাকার বিভিন্ন বাড়ি থেকে ২২ পরিবারের ৩০ টি গরু চুরি হয়েছে।
সংঘ বদ্ধ চোরের দল রাতের আঁধারে গৃহস্থের বাড়ি থেকে গরু নিয়ে যায়। এসব গরু চোরের উৎপাতে ভুক্তভোগী ওই ২২ পরিবারসহ অনেক পরিবার নিঃশ্ব হয়ে পড়েছে।
গরু চুরি হওয়ায় অনেক পরিবার ব্যাংক ও এনজিওর ঋণের বোঝা মাথায় নিয়ে দ্বারে দ্বারে ঘুরছে।
শিকলে বাঁধা রুমার জীবন : অভাবে চিকিৎসা করতে পারছে না
ভুক্তভোগীরা প্রথমে স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং পরে থানায় অভিযোগ দিয়েও চোরের উৎপাত থেকে রেহায় পাচ্ছেনা বলে প্রতিবাদ উঠান বৈঠকে জানানো হয়।
গরু চুরি প্রতিরোধে রোধ কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে গরু লালন-পালন বন্ধ করে দেওয়া হবে ভুক্তভোগীরা জানায়।
একই ভাবে ভিবিন্ন এলাকায় থেকে গরু চুরি করে হারুন, দুলাল, রফিক, নিজাম, উসমান গণির গোয়াল ঘরে এনে রাখা হয়।
অত্র এলাকায় যুবলীগের অফিস দেয়ার পর থেকে এ গরু চুরির অহরহ ঘটনা ঘটেই চলছে এলাকাবাসি এমন অভিযোগ করেছেন।
এলাকার গরুচোরদের চিহ্নিত করা হয়েছে তারা হলেন, হোসেন আলী চকিদার, পিতা দ্বীন মোহাম্মদ, রফিক গোলজার, পিতাঃ আব্দুল মজিদ,
আবুল কাশেম পিতা: আলী আশ্রারাফ, হারুন পিতা : আবু ছায়েদ, মজিবল হক পিতাঃ আহসান সদ্দার, সালাম পিতা আব্দুল হাই, ইকবাল হোসেন
পিতা: ইমাম হোসেন, উসমান গণি পিতা:মমিন আলী হাওলাদার, নিজাম পিতাঃ শামসুল হক, শাহাদাত ফকির পিতা: শামসুল হক,
রিয়াজ উদ্দিন পিতাঃ মাইন উদ্দিন, মোহাম্মদ আলী পিতাঃ শেখন্তর মাঝি, সিরাজ পিতাঃ নুরুল হক, মোহন আলী পিতাঃ সহিদ বেপারী,
আমির হোসেন পিতাঃ শামসুল দেয়ান, বালুরচর গোলজার কান্দি এলাকায় গরু চুরি রোধে এলাকাবসীর পক্ষ থেকে পাঁচটি দাবি উত্থাপন করা হয়।
শাহজাদপুর-জামিরতা সড়কে ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত
এলাকার প্রবেশ পথে চেকপোষ্ট, কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু, স্থানীয় সরকারের মাধ্যমে মানুষকে সচেতন করা, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়া।
যে সকল চোরদের চিহ্নিত করা হয়েছে তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক।
মঙ্গলবার বালুচর গ্রামের বিধবা জীবন নেছা বলেন, তিনি এনজিও থেকে ৭০ হাজার টাকা ঋণ নিয়ে গরু কিনেছিলেন।
লক্ষ্মীপুরে গরু চোরচক্রের কাছে গরু চুরি হওয়ায় ঋণের দায়ে এখন নিঃশ্ব হয়ে পড়েছেন।
একই গ্রামের পিয়ারা বেগম বলেন, তার ১টি গরু রবিবার গভীর রাতে চুরে যাওয়ায় সংসারে অভাব অনটন দেখা দিয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি জসিম উদ্দিন জানায় বিষয়টি জেনেছি চোরদের বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।



